এইচএসসি ২৪ ব্যাচকে নিয়ে মেসি ও রোনালদোকে জড়িয়ে প্রথম আলোর নামে ভুয়া ফটোকার্ড প্রচার 

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরে সিদ্ধান্ত হয় ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। কিন্তু পরে জানানো হয়, ১১ আগস্টও পরীক্ষা শুরু হচ্ছে না। এরই মধ্যে স্থগিত পরীক্ষাগুলো দেওয়া ছাড়াই অটোপাশের দাবি তুলেছে পরীক্ষার্থীদের একাংশ।

এরই প্রেক্ষিতে, “এইচএসসি ২০২৪ ব্যাচের সাথে একমত রোনালদো এবং লিও মেসি”- শীর্ষক তথ্যে বা শিরোনামে প্রথম আলোর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

এইচএসসি ২৪

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এইচএসসি ২৪ ব্যাচকে অটোপাশ দেওয়ার দাবির সাথে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর একমত হওয়ার দাবিটি মিথ্যা এবং প্রথম আলোও এসংক্রান্ত কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় প্রথম আলোর ডিজাইন সম্বলিত আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ড পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটি প্রচারের তারিখ ১৮ আগস্ট ২০২৪ উল্লেখ রয়েছে। 

Image: Facebook 

প্রথম আলো’র লোগো এবং প্রকাশের তারিখের সূত্র ধরে অনুসন্ধানে প্রথম আলোর ফেসবুক পেজে এসংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। 

এছাড়া, প্রথম আলো কর্তৃক প্রকাশিত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের অমিল খুঁজে পাওয়া যায়। 

Phothocard Comparison By Rumor Scanner 

পরবর্তীতে প্রথম আলোর ওয়েবসাইটে এবং ইউটিউব চ্যানেলেও পর্যবেক্ষণ করে এসংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

এরপর লিওনেল মেসির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল (ফেসবুক এবং ইনস্টাগ্রাম) এবং ক্রিস্টিয়ানো রোনালদোর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো (ফেসবুক এবং ইনস্টাগ্রাম) পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সংক্রান্ত কোনো সংবাদের সত্যতা মেলেনি।

পাশাপাশি, আলোচিত দাবি সংক্রান্ত কোনো তথ্য আন্তর্জাতিক ও জাতীয় গণমাধ্যমেও নেই।খ

সুতরাং, এইচএসসি ২৪ ব্যাচকে অটোপাশ দেওয়ার দাবির সাথে মেসি ও রোনালদো একমত হওয়ার দাবিটি মিথ্যা এবং উক্ত দাবিতে প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া বা বানোয়াট। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img