সাকিবের মন্তব্যের জবাব দেওয়ার দাবিতে প্রচারিত রোহিতের মন্তব্যটি প্রায় দেড় মাস পূর্বের

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের ২৬ সেপ্টেম্বর দেওয়া ব্যাটিং পজিশন সংক্রান্ত মন্তব্যের জবাব দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা শীর্ষক একটি দাবি সম্প্রতি গণমাধ্যমে প্রচার করা হয়েছে। 

কী দাবি করা হচ্ছে?

গত ২৬ সেপ্টেম্বর তামিম ইকবাল এক ভিডিও বার্তায় জানান, তাকে তার ওপেনিং ব্যাটিং পজিশন থেকে সরে কিছুটা নিচে এসে ব্যাটিং করার জন্য প্রস্তাব দেয়া হয়েছিলো এবং তিনি তা গ্রহণ করেননি। একই দিনে টি স্পোর্টসকে দেয়া অন্য একটি সাক্ষাৎকারে সাকিব আল হাসান তামিমের এই বিষয়টি নিয়ে জানান, একটি দলের ব্যাটিং পজিশন নিয়ে নমনীয়তা জরুরী। সব খেলোয়াড়কে বিভিন্ন পজিশনে ব্যাটিং করার জন্য প্রস্তুত থাকতে হবে। পরবর্তীতে ভারতের ক্রিকেটার রোহিত শর্মার ব্যাটিং পজিশন বিষয়ক একটি বক্তব্যকে কেন্দ্র করে দেশের গণমাধ্যমগুলোতে দাবি করা হয়েছে, সাকিবের কথার জবার দিয়েছেন রোহিত। রোহিতের তার বক্তব্যে বলেন, ক্রিকেটে কোনো ওপেনার ব্যাটসম্যানকে একদম নিচে ব্যাটিং করতে পাঠানো এক ধরনের পাগলামি।

সাকিব

উক্ত দাবিতে দেশের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন একাত্তর টিভি (ইউটিউব), যুগান্তর, ইত্তেফাক, নতুন সময়, জুম বাংলা, ডেল্টা টাইমস২৪, এমটি নিউজ২৪

তাছাড়া, কতিপয় গণমাধ্যমে দাবি করা হয়েছে, রোহিত গত ০৫ সেপ্টেম্বর ভারতের বিশ্বকাপ দল ঘোষণার দিন আলোচিত মন্তব্যটি করেন।

উক্ত দাবিতে গণমাধ্যমের প্রতিবেদন দেখুন চ্যানেল২৪, বায়ান্ন টিভি, ভোরের ডাক, ঢাকা মেইল, ঢাকা রিপোর্ট২৪

গণমাধ্যমের ফেসবুক পেজসহ একই দাবিতে ফেসবুকের অন্যান্য পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

একই দাবি ছড়িয়েছে টিকটকেও। এমন একটি ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ইউটিউবের একটি ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ব্যাটিং পজিশন সংক্রান্ত রোহিত শর্মার আলোচিত মন্তব্যটি সাম্প্রতিক সময়ের নয় বরং সাকিবের মন্তব্যের প্রায় দেড় মাস পূর্বে গত ২১ আগস্ট এশিয়া কাপের ভারতীয় দল ঘোষণার সময়ে ভারতের ব্যাটিং পজিশনের বিষয়ে উক্ত মন্তব্যটি করেন রোহিত৷ 

এ বিষয়ে অনুসন্ধানে ভারতের সংবাদমাধ্যম Hindustan Times এর ওয়েবসাইটে গত ২১ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

সেদিন (২১ আগস্ট) এশিয়া কাপের স্কোয়াড বা দল ঘোষণা করে ভারত। সে বিষয়েই সংবাদ সম্মেলনে কথা বলেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার এবং অধিনায়ক রোহিত শর্মা। 

ব্যাটিং পজিশনের উপরে নিচে করা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব রোহিত জানান, আমি বলেছি ফ্ল্যাক্সিবিলিটি দরকার আছে তার মানে এই না ওপেনারকে ৭ নম্বরে পাঠিয়ে দাও। ৪, ৫, ৬ নম্বরে যে নতুন ছেলেপেলে আসে ওদের ওপরে নিচে সবখানে ফ্লেক্সিবল থাকতে হবে। গত ৪-৫ বছরে আপনি দেখতে পারেন, যে ওপেনার সে ওপেনার হিসেবে ব্যাটিং করে, যে ৩ নম্বরে সে তিন নম্বরে, কে এল রাহুল ৫ নম্বরেই খেলে। বাকিদের ফ্লেক্সিবল হতে হবে। আমাদের সকলেরই ক্যারিয়ারের শুরুতে এভাবেই খেলতে হয়েছে। একটু উপর নিচে খেললে এটায় কোনো সমস্যা নেই, এইটুকু ফ্ল্যাক্সিবিলিটি টিমে দরকার আছে।

Screenshot: Hindustan Times

পরবর্তীতে আরো অনুসন্ধান করে ইউটিউবে ভারতের সংবাদমাধ্যম The Quint এর চ্যানেলে ২১ আগস্ট প্রকাশিত উক্ত সংবাদ সম্মেলনের ভিডিও খুঁজে পাওয়া যায়। 

রোহিতের আলোচিত মন্তব্যটির পুরো অংশ এখানে রয়েছে। রোহিত বলেন, (২৬ মিনিট সময় থেকে) “আমি বলেছি ফ্ল্যাক্সিবিলিটি দরকার আছে।  তবে তার মানে এই নয় যে, ওপেনার ক্রিকেটারকে সাত নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে। হার্দিক পান্ডিয়াকে ওপেন করানো হবে। এটা হতে পারে না। সাত বছর ধরে রোহিত শর্মা আর শিখর ধাওয়ান ওপেনই করছে। ভিরাট কোহলি তিন নাম্বার পজিশনেই ব্যাটিং করে। চার বা পাঁচ নাম্বারে যারা ব্যাটিং করতে আসেন তাদের এটা জেনে রাখা ভালো যে, কখনো কখনো তাদের এই পজিশনের উপরে অথবা নিচেও ব্যাট করতে হতে পারে। গত ৪-৫ বছরে আপনি দেখতে পারেন যে ওপেনার সে ওপেনার হিসেবে ব্যাটিং করে, যে ৩ নম্বরে সে তিন নম্বরে, কে এল রাহুল ৫ নম্বরে খেলে সে ৫ নম্বরেই খেলে। হার্দিক ৬ নম্বরেই খেলে, ৭ নম্বরে জাদেজা। তো নম্বর ৪ কিংবা নম্বর ৫ এ একটু উপর নিচে খেললে এটায় কোনো সমস্যা নেই, এইটুকু ফ্ল্যাক্সিবিলিটি টিমে দরকার আছে। আমি যখন টিমে এসেছিলাম তখনো আমরা উপর থেকে নিচে ব্যাটিং করেছি, সব ইয়াংস্টারই করেছে। আমি এই ফ্ল্যাক্সিবিলিটির কথা বলেছি। এমন না যে ওপেনারকে ৮ নম্বরে খেলার আর ৮ নম্বরকে দিয়ে ওপেন করাও। এমন পাগলামি আমরা করি না। একটু উপর-নিচে হওয়া জরুরি।”

মূলত, বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের ২৬ সেপ্টেম্বর দেওয়া ব্যাটিং পজিশন সংক্রান্ত মন্তব্যের জবাব দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা শীর্ষক একটি দাবি সম্প্রতি গণমাধ্যমে প্রচার করা হয়েছে। তাছাড়া, কতিপয় গণমাধ্যমে দাবি করা হয়েছে, রোহিত গত ০৫ সেপ্টেম্বর ভারতের বিশ্বকাপ দল ঘোষণার দিন আলোচিত মন্তব্যটি করেন। কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রোহিতের আলোচিত মন্তব্যটি সাকিবের মন্তব্যের প্রায় দেড় মাস পূর্বের৷ গত ২১ আগস্ট ভারতের এশিয়া কাপের দল ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে ভারতের ব্যাটিং পজিশন নিয়ে আলোচিত মন্তব্যটি করেন রোহিত। উক্ত সংবাদ সম্মেলনে সাকিবের বিষয়ে কোনো মন্তব্যই করেননি রোহিত। কিন্তু রোহিতের পুরোনো মন্তব্যটি সাকিবের সাম্প্রতিক মন্তব্যের জবাব দাবিতে গণমাধ্যমে প্রচার করা হয়েছে।  

সুতরাং, রোহিত শর্মার গত ২১ আগস্টের এশিয়া কাপের ভারতের দল ঘোষণার সময়ের একটি মন্তব্যকে সাকিব আল হাসানের সাম্প্রতিক মন্তব্যের জবাব দাবিতে গণমাধ্যমে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img