বৃহস্পতিবার, সেপ্টেম্বর 21, 2023
spot_img

হিন্দুদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই আল মিনহাদ জেলার নাম হিন্দ সিটি করার দাবিটি মিথ্যা

সম্প্রতি, “দুবাইয়ের আল-মিনহাদ এবং আশেপাশের ৮৪ বর্গকিলোমিটার এলাকার নতুন নাম হবে ‘হিন্দ সিটি’, “ভারত তথা হিন্দুদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই সিদ্ধান্ত”- শেখ রসিদ আল মাকতুম” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে ছড়িয়ে পড়েছে।

Screenshot from,crowdtangle

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে
এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানেএখানে

Screenshot from,Tweet,Anil Baluni

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানেএখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানেএখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, হিন্দুদের প্রতি কৃতজ্ঞতা জানাতে আরব আমিরাতের আল মিনহাদ জেলার নাম হিন্দ সিটি করা হয়নি বরং আরব-আমিরাতে জনপ্রিয় আরবি নাম ‘হিন্দ’ অনুযায়ী জেলাটির পুনঃনামকরণ হয়েছে।

কি-ওয়ার্ড সার্চে, দুইবায়ের সংবাদ মাধ্যম ‘Lovin Dubai’ এর টুইটার অ্যাকাউন্টে গত ৩১ জানুয়ারি তারিখে “Al Minhad Area Renamed To Hind City. His Highness Sheikh Mohammed bin Rashid Al Maktoum, Vice President and Prime Minister of the UAE, issued directives to rename the Al Minhad area and its surrounding vicinity as ‘Hind City’” শীর্ষক শিরোনামে একটি সংবাদ খুঁজে পাওয়া যায়।

Screenshot from Lovin Dubai’s Twitter

সংবাদটিতে, শহরটির অবকাঠামো, পরিকল্পনা, নতুন নামকরণ ইত্যাদি আলোচনা হলেও শহরটির নামকরণের সঙ্গে ভারত বা হিন্দু ধর্মের কোনো ধরণের সম্পর্কের কথা উল্লেখ করা হয়নি।

পরবর্তীতে, দুবাই সরকারের মিডিয়া অফিস ওয়েবসাইটে গত ২৯ জানুয়ারি “Mohammed bin Rashid issues directives to rename the Al Minhad area as “Hind City”” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ঘোষণা খুঁজে পাওয়া যায়।

Screenshot from Govt. Of Dubai Media Office 

ঘোষণাটিতে বলা হয়েছে,

“In his capacity as Ruler of Dubai, His Highness Sheikh Mohammed bin Rashid Al Maktoum, Vice President and Prime Minister of the UAE, has issued directives to rename the Al Minhad area and its surrounding areas as “Hind City”. The city includes four zones—Hind 1, Hind 2, Hind 3, and Hind 4—and spans an area of 83.9km. The city is served by major Dubai roads, including Emirates Road, Dubai-Al Ain Road, and Jebel Ali-Lehbab Road. The city also includes housing for Emirati citizens.”

যার বাংলা করলে দাঁড়ায়,

“সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী, মহামান্য শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম আল মিনহাদ এলাকা এবং এর আশেপাশের এলাকাগুলির নাম পরিবর্তন করে “হিন্দ শহর” করার নির্দেশ জারি করেছেন। শহরটিতে চারটি অঞ্চল রয়েছে – হিন্দ 1, হিন্দ 2, হিন্দ 3 এবং হিন্দ 4 – এবং এটি 83.9 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এমিরেটস রোড, দুবাই-আল আইন রোড এবং জেবেল আলি-লেহবাব রোড সহ প্রধান দুবাই রোড দ্বারা শহরটি পরিবেষ্টিত। শহরটিতে আমিরাতি নাগরিকদের জন্য আবাসনও অন্তর্ভুক্ত রয়েছে।”

ঘোষণার কোথাও এই নতুন নামের সঙ্গে ভারত বা হিন্দু ধর্মের কোনো ধরণের সংযোগের উল্লেখ করা হয়নি।

এরপর, ভারতীয় পাক্ষিক বিজনেস ম্যাগাজিন ‘Business Today’ এর অনলাইন সংস্করণে “Vice President and Prime Minister of UAE rename Dubai’s ‘Al Minhad’ as ‘Hind City’” শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot from business today

এই প্রতিবেদনটিতেও আল মিনহাদ জেলার নাম পরিবর্তন করে ‘হিন্দ সিটি’ দেওয়ার সাথে ভারত বা হিন্দু ধর্মের কোনো যোগসূত্রের কথা উল্লেখ করা হয়নি।

পরবর্তীতে, গত ২ ফেব্রুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম ‘The Quint’ এ “Fact-Check: Renaming of ‘Al Minhad’ in Dubai Has Nothing To Do With India” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফ্যাক্টচেক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot from the quint

প্রতিবেদন থেকে জানা যায়, দুবাই সরকারের মিডিয়া অফিস নিশ্চিত করেছে এই নতুন নামকরণের সাথে অন্য কোনো দেশ বা জাতির কোনো ধরণের সংযোগ নেই এবং ‘হিন্দ’ শব্দটি একটি আরবি শব্দ যা আরব আমিরাতে নারীদের নাম হিসেবে বেশ জনপ্রিয়।

এছাড়া ইন্টারনেট থেকেও জানা যায়, আরবি শব্দ ‘হিন্দ’ এর বাংলা অর্থ ‘সাহসী’।

Screenshot from google

মূলত, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী, মহামান্য শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, আল মিনহাদ এলাকা এবং এর আশেপাশের এলাকাগুলির নাম পরিবর্তন করে “হিন্দ শহর” নামকরণ করেন। হিন্দ শব্দটি হিন্দু শব্দটির কাছাকাছি এবং হিন্দিতে ‘হিন্দ’ শব্দটি ব্যবহৃত হয়। তবে এটি আরবি ভাষাতেও ব্যবহৃত হয় যার অর্থ ‘সাহসী’। আরবি ‘হিন্দ’ শব্দ অনুযায়ী আল মিনহাহ জেলার নতুন নামকরণ করা হয়েছে। তবে, হিন্দু শব্দটির সাথে মিল থাকার প্রেক্ষিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা দেখাতে আল-মিনহাদের নাম পরিবর্তন করে ‘হিন্দ সিটি’ করা হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম সংযুক্ত আরব আমিরাতের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক শেখ রশিদ বিন সাইদ আল মাখতুমের তৃতীয় পুত্র।

সুতরাং, ভারত তথা হিন্দুদের প্রতি কৃতজ্ঞতা জানাতে আল-মিনহাদের নাম পরিবর্তন করে ‘হিন্দ সিটি’ করা হয়েছে দাবিতে যে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে প্রচার করা হচ্ছে; তা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img