সকল গ্রেডের সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার করে কোটা ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীরা গত পহেলা জুলাই থেকে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরই মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফর নিয়ে গত ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়েও কথা বলেন। সে সময় প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হন। এর প্রেক্ষিতে আন্দোলনের কর্মসূচিতে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা। এর মধ্যে আন্দোলনকারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীসহ ছাত্রলীগের কর্মীদের ঘটেছে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা, এসেছে বহু হতাহতের খবরও। কোটা আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে মন্ত্রিপরিষদ।
এরই প্রেক্ষিতে, রাষ্ট্রীয় শোক পালনে অস্বীকৃতি জানালো ১০০ জন সরকারি কর্মকর্তা- শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গতকাল (৩০ জুলাই) কোটা আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে মন্ত্রিপরিষদের ডাকা রাষ্ট্রীয় শোক পালনে ১০০ কর্মকর্তার অস্বীকৃতি জানানোর দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়া আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে করে রিউমর স্ক্যানার টিম। ফেসবুক মনিটরিং টুল ব্যবহার করে গতকাল (৩০ জুলাই) দুপুর ১১ টা ৪৩ মিনিটে “Md Moshiur Rahman” নামক একটি অ্যাকাউন্ট থেকে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টে বলা হয়, রাষ্ট্রীয় শোক পালনে অস্বীকৃতি জানালো ১০০ জন সরকারি কর্মকর্তা।জাতি আজ এমন একটা নিউজের অপেক্ষায়।
অর্থাৎ, প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটিতে ‘জাতি এমন নিউজের অপেক্ষায়’ বলা হয়। যা পরবর্তীতে বাদ দিয়ে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
মূলত, সম্প্রতি কোটা আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে মন্ত্রিপরিষদ। উক্ত রাষ্ট্রীয় শোক পালনে অস্বীকৃতি জানালো ১০০ জন সরকারি কর্মকর্তা- শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত দাবিটি মিথ্যা। প্রকৃতপক্ষে, সর্বপ্রথম দাবিটিতে ‘জাতি এমন একটি নিউজের অপেক্ষায়’ শীর্ষক উল্লেখ করে প্রচার করা হয়। যা পরবর্তীতে আলোচিত দাবিতে ছড়িয়ে পড়ে।
সুতরাং, রাষ্ট্রীয় শোক পালনে অস্বীকৃতি জানালো ১০০ জন সরকারি কর্মকর্তা শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Md Moshiur Rahman- Facebook Post
- Rumor Scanner’s Own Analysis