সম্প্রতি ‘এই মুহুর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়। নেমেছিরে নেমেছে আওয়ামী লীগ রাজপথে’ ক্যাপশনে একটি ভিডিও শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত কোনো মিছিল হয়নি৷ প্রকৃতপক্ষে, ২০২৪ সালে ৮ দফা দাবিতে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মশাল মিছিলের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানে Crime Letter নামক ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর ‘৮ দফা দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের মশাল মিছিল’ শিরোনামে প্রকাশিত আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, দুর্গাপূজার ছুটি বৃদ্ধি ও সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের বিচারসহ ৮ দফা দাবিতে মশাল মিছিল করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
২০২৪ সালের ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য-টিএসসির মেট্রোরেল স্টেশন হয়ে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন রমনা কালী মন্দিরে গিয়ে মশাল মিছিলটি শেষ হয়।
এ সময় মিছিলকারীরা- ‘সনাতনীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার মন্দিরে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কী তোর বাপ-দাদার’, ‘সকল কথার এক কথা, মানতে হবে আট দফা’, ‘মৌলবাদরে বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’,’আদিবাসীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘জয় শ্রীরাম’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
পরবর্তীতে, স্বদেশ২৪ টিভি নামক অনলাইন ভিডিও পোর্টালের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর ‘৮ দফা বাস্তবায়নের দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের মশাল মিছিল’ শিরোনামে প্রকাশিত ভিডিওতেও একই চিত্র দেখা যায়।
এ বিষয়ে গণমাধ্যম কালবেলার ওয়েবসাইটে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর ‘৮ দফা দাবিতে নতুন কর্মসূচি সম্মিলিত সংখ্যালঘু জোটের’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনও একই তথ্য পাওয়া যায়।
সুতরাং, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের মিছিল দাবিতে ঢাবিতে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের মশাল মিছিলের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Crime Letter – ৮ দফা দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের মশাল মিছিল
- swadesh24.tv স্বদেশ২৪.টিভি – ৮ দফা বাস্তবায়নের দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের মশাল মিছিল
- কালবেলা – ৮ দফা দাবিতে নতুন কর্মসূচি সম্মিলিত সংখ্যালঘু জোটের