২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার এক জনসভায় গ্রেনেড হামলা হয়৷ গত ২১ আগস্ট ছিল সেই গ্রেনেড হামলার ২১তম বার্ষিকী। এরই প্রেক্ষিতে গ্রেনেড হামলার প্রতিবাদে গত ২১ আগস্ট আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ২০০৪ সালের ২১ আগস্টে গ্রেনেড হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের সাম্প্রতিক কোনো মিছিলের নয়। প্রকৃতপক্ষে, গ্রেনেড হামলার প্রতিবাদে আওয়ামী লীগের একটি পুরোনো মিছিলের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে RK Rayhan Kabir নামক ফেসবুক প্রোফাইলে ২০২৩ সালের ২৩ আগস্ট প্রকাশিত পোস্টে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়৷

পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, ভিডিওটি ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সাবেক ছাত্রনেতা ও কুড়িগ্রাম জেলা যুবলীগের তৎকালীন সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রিপন আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলের ঘটনার।
ক্যাপশনে ভিডিওর ঘটনাটির স্থান ও সময়কাল বিষয়ক কোনো স্পষ্ট তথ্য প্রদান করা হয়নি।
পরবর্তীতে, উক্ত ফেসবুক প্রোফাইলের ন্যায় একই নাম (RK Rayhan Kabi) ও একই ব্যক্তির ছবিযুক্ত একটি ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৫ আগস্ট প্রকাশিত আলোচিত ভিডিওর অনুরূপ একটি শর্টস ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটির ‘২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে, রিপন ভাইয়ের নেতৃত্বে বিক্ষোভমিছিল,, ২১/৮/২৩’ শীর্ষক শিরোনাম থেকে প্রতীয়মান হয় যে, ভিডিওচিত্রের বিক্ষোভ মিছিলটি ২০২৩ সালের ২১ আগস্ট আয়োজিত হয়৷
সুতরাং, একুশে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিলের ভিডিও দাবিতে গ্রেনেড হামলার প্রতিবাদে আওয়ামী লীগের ২০২৩ সালের বিক্ষোভ মিছিলের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- RK Rayhan Kabir – Facebook Post
- RK Rayhan Kabir – YouTube Video