সঠিক সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে রতন টাটার উক্তিটি বানোয়াট

আমি সঠিক সিদ্ধান্ত নেওয়াতে বিশ্বাস করিনা। আমি সিদ্ধান্ত নিয়ে তারপরে সেটাকে সঠিক বানাই। — রতন টাটা” শীর্ষক দাবিতে একটি বক্তব্য বিগত কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হয়ে আসছে।

২০২২ সালে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানেএখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানেএখানে।

২০২১ সালে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানেএখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানেএখানে।

২০২০ সালে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানেএখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানেএখানে।

২০১৯ সালে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানেএখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানেএখানে।

একই দাবিতে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন tv9 bangla.।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সঠিক সিদ্ধান্তের বিষয়ে রতন টাটার উক্তিটি ভিত্তিহীন বরং রতন টাটা নিজেই “এটি তার উক্তি নয়” বলে নিশ্চিত করেছেন। 

কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গত ৪ ফেব্রুয়ারী ভারতীয় সংবাদমাধ্যম ‘The Times of India’ এর ওয়েবসাইটে “I never said that!”: Ratan Tata on a viral quote” শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনে রতন টাটা বলেন, “ফেসবুক অথবা টুইটার এই উক্তিটি তৈরি করেছে। আমি কখনোই এমন উক্তি করিনি।”

পরবর্তীতে ভারতীয় সংবাদমাধ্যম newsmeter এ ২০২১ সালের ২২ জুলাই Fact Check: Viral quote attributed to Ratan Tata is false শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদনেও রতন টাটার এই উক্তিটি ভুয়া বলে শনাক্ত করা হয়। 

অনুসন্ধানে ২০১৫ সালের ৪ জুন ফ্রান্সের বিজনেস স্কুল ‘HEC Paris’ এর ইউটিউব চ্যানেলে “Ratan N. Tata receives Honoris Causa degree at HEC Paris” শিরোনামে একটি দীর্ঘ ভিডিও খুঁজে পাওয়া যায়।

HEC Paris এর পক্ষ থেকে রতন টাটাকে Honoris Causa degree প্রদানের উক্ত অনুষ্ঠানের ভিডিওটির ১৬:৪৩ মিনিট সময়ে দেখা যায়, উপস্থাপিকা রতন টাটাকে জিজ্ঞেস করছেন, “পূর্বে আপনি বলেছেন, ‘আমি সঠিক সিদ্ধান্ত নেওয়াতে বিশ্বাস করিনা। আমি সিদ্ধান্ত নিয়ে তারপরে সেটাকে সঠিক বানাই।’ আপনি কীভাবে এমন দর্শনে বিশ্বাসী হলেন?”

প্রতিত্তোরে রতন টাটা বলেন, “দুঃখিত, আমি আপনার মনঃক্ষুণ্ন করছি। ফেসবুক অথবা টুইটার এই উক্তিটি তৈরি করেছে। আমি কখনোই এমন উক্তি করিনি।”

তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে কোনও প্রতিকারমূলক পদক্ষেপ নেওয়া হয় না এবং তিনি নিজেকে রক্ষা করার সুযোগও পান না।

মূলত, “আমি সঠিক সিদ্ধান্ত নেওয়াতে বিশ্বাস করিনা। আমি সিদ্ধান্ত নিয়ে তারপরে সেটাকে সঠিক বানাই।” শীর্ষক একটি উক্তি বহু বছর ধরে ভারতীয় শীর্ষস্থানীয় শিল্পপতি রতন টাটার দাবিতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়ে আসছে। কিন্তু ২০১৫ সালে প্যারিসে এক অনুষ্ঠানে রতন টাটা জানান, এই উক্তিটি তিনি করেননি। ফেসবুক বা টুইটারে এটি তৈরি হয়েছে বলে জানান তিনি। 

সুতরাং, সঠিক সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে রতন টাটার নামে প্রচারিত উক্তিটি বানোয়াট ও মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img