ডাকসু নির্বাচন নিয়ে রাশেদ খানের দেওয়া বক্তব্যের খণ্ডিত অংশ বিভ্রান্তিকরভাবে প্রচার

সম্প্রতি ‘ধন্যবাদ গন অধিকার পরিষদের রাশেদ খান কে জয় বাংলা জিতবে আবার নৌকা বিজয় সুনিশ্চিত’ ক্যাপশনে শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে একটি ভিডিও প্রচার করা হয়েছে৷ 

ভিডিওটিতে গণঅধিকার পরিষদ (জিওপি) এর সাধারণ সম্পাদক রাশেদ খানকে ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ বলতে শোনা যায়৷ 

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

একই ব্যক্তির নাম-ছবি ব্যবহৃত ভিন্ন টিকটক অ্যাকাউন্টের পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাশেদ খান ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ বলে মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, রাশেদ খানের সাম্প্রতিক একটি বক্তব্যের খণ্ডিত অংশ বিভ্রান্তিকরভাবে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটিতে  মূলধারার গণমাধ্যম ইত্তেফাকের লোগো লক্ষ্য করা যায়। 

উক্ত সূত্র ধরে ইত্তেফাকের ইউটিউব চ্যানেলে গত ২৯ আগস্ট ‘যারা আতীতে জয় বাংলা স্লোগান দিছে, তাদেরকে ভিপি হিসেবে দেখতে চাই না: রাশেদ খান’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যাবলীর সাথে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে। 

Comparison: Rumor Scanner 

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওর ০০:৪৭ থেকে ০০:৫০ সেকেন্ড পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে। 

ভিডিওটি ০০:৩৩ থেকে ০১:০৫ সেকেন্ড অংশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আসন্ন নির্বাচন প্রসঙ্গে রাশেদ খান বলেন, “আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো  ‘ভোট দেওয়ার আগে যাচাই-বাছাই করে ভোট দিন। যারা হলে থেকেছে ছাত্রলীগের পরিচয়ে, যারা ১৮ সালের নির্বাচনে ২৪ সালের নির্বাচনে স্লোগান দিয়েছে ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’; তারা যদি আবারও এই ডাকসু নির্বাচনে জিতে আসে, ওরা কিন্তু আওয়ামী লীগকে, ছাত্রলীগকে ফিরিয়ে আনবে। সুতরাং, ডাকসুর ভিপি হিসেবে, ডাকসুর জিএস হিসেবে আমরা কোনো ছাত্রলীগের সৈনিক জয় বাংলার সৈনিককে দেখতে চাই না। 

তার এই বক্তব্য থেকে ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ অংশটি কর্তন করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

অর্থাৎ, রাশেদ খান মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আলোচ্য বক্তব্যটি দিয়েছিলেন। সেখানে তিনি ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ স্লোগান দেননি। 

এছাড়া, বাংলাদেশ টাইমসের ইউটিউব চ্যানেলে গত ২৯ আগস্ট ‘ডাকসু নির্বাচনে ছাত্রসমাজের উদ্দেশ্যে বার্তা রাশেদ খানের’ শিরোনামে প্রকাশিত ভিডিওতেও রাশেদ খানের একই বক্তব্য খুঁজে পাওয়া গিয়েছে৷ 

উল্লেখ্য, আলোচিত দাবির ভিডিওতে রাশেদ খানের বক্তব্যের ফুটেজের সাথে আরও কিছু ভিডিও ফুটেজ যুক্ত করা হয়েছে যেগুলোর সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।

সুতরাং, রাশেদ খান ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img