ড. ইউনূসের বিরুদ্ধে মিছিল দাবিতে ভিন্ন মিছিলের অডিও সম্পাদনা করে প্রচার

সম্প্রতি ‘ইউনুস তুই রাজাকার এই মুহূর্তে গদি রে শেখ হাসিনা আসবে বাংলাদেশে হাঁসবে’ ও ‘জনতার মুখে স্লোগান ডঃ ইউনুস তুই দোড়া কর শেখ হাসিনার পায়ে ধর’ শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে। 

ভিডিওটিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ‘ইউনূস তুই তওবা কর শেখ হাসিনার পায়ে ধর’ সূচক স্লোগান দিয়ে মিছিল করতে দেখা যায়।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।  

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ড. ইউনূসের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিলের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে মিছিলের একাধিক ভিডিও ক্লিপ ডিজিটাল প্রযুক্তির সহায়তা যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও ক্লিপগুলোগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার।

ভিডিও যাচাই- ১ 

এ বিষয়ে অনুসন্ধানের মাধ্যমে মূলধারার গণমাধ্যম সমকালের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৫ ডিসেম্বর ‘কুমিল্লায় জুলাই-আগস্ট হত্যা কাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর আংশিক দৃশ্যাবলীর সাথে আলোচিত ভিডিওটির কিছু দৃশ্যের মিল রয়েছে। 

Comparison: Rumor Scanner 

ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ২০২৪ এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে হত্যাকাণ্ডের বিচার দাবিতে সেদিন কুমিল্লার চৌদ্দগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্রসমাজ’। একইসাথে, উক্ত আয়োজনের মুক্তিযোদ্ধা ও কৃষকলীগ নেতা আব্দুল হাই কানুকে গ্রেফতারের দাবি জানানো হয়। 

উক্ত ভিডিওতে ‘ইউনূস তুই তওবা কর শেখ হাসিনার পায়ে ধর’ সূচক কোনো স্লোগান দিতে দেখা যায়নি। 

একই বিষয়ে বাংলা নিউজ টোয়েন্টিফোরের ওয়েবসাইটে ২০২৪ সালের ২৫ ডিসেম্বর ‘৯ মামলার আসামি আব্দুল হাই কানুকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও একই চিত্র ও তথ্য পাওয়া যায়। 

উল্লেখ্য, আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকার অভিযোগে ও তার নামে একাধিক মামলা থাকা নিয়ে ২০২৪ সালের ডিসেম্বরে কুমিল্লায় মুক্তিযোদ্ধা ও কৃষকলীগ নেতা আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়। 

ভিডিও যাচাই- ২

এ বিষয়ে অনুসন্ধানের মাধ্যমে কালের কন্ঠের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৩ ডিসেম্বর ‘জয় বাংলা শ্লোগান দিয়ে শুক্রবার ভোরে আ.লীগ কর্মীদের ঝটিকা মিছিল’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যাবলীর সাথে আলোচিত ভিডিওটির কিছু অংশের মিল রয়েছে। 

Comparison: Rumor Scanner 

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির ০০:৩০ থেকে ০০:৩৮ সেকেন্ড পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে। ভিডিওতে আওয়ামী লীগ সমর্থকদের ২০২৪ সালের ১৩ ডিসেম্বর ভোরে রাজধানী ঢাকার ধানমণ্ডি ৩২ নাম্বার সড়ক এলাকায় মিছিল করতে দেখা যায়। 

উক্ত ভিডিওতে ‘ইউনূস তুই তওবা কর শেখ হাসিনার পায়ে ধর’ সূচক কোনো স্লোগান দিতে দেখা যায়নি।

অর্থাৎ, আলোচিত ভিডিওতে ব্যবহৃত এসব ফুটেজ ভিন্ন ভিন্ন ঘটনার এবং এগুলো সাম্প্রতিক সময়ের নয়। 

অডিও যাচাই

আলোচিত ভিডিওতে ব্যবহৃত স্লোগানের বিষয়ে অনুসন্ধানে মাধ্যমে Md Borikul Islam নামের একটি ফেসবুক প্রোফাইলে গত ২৫ মে  প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে থাকা স্লোগানের ‘ইউনূস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর’ অংশটির সাথে আলোচিত ভিডিওতে ব্যবহৃত স্লোগানের কণ্ঠের হুবহু মিল পাওয়া যায়। যা থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে, উক্ত ভিডিওর স্লোগানের ওই নির্দিষ্ট অংশটুকু কাট করে আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে।

সুতরাং, ড. ইউনূসের বিরুদ্ধে স্লোগান দাবিতে প্রচারিত এই মিছিলের ভিডিওটি সম্পাদিত। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img