রাহুল গান্ধী নন, নরেন্দ্র মোদি পুনরায় ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন

সম্প্রতি, ‘ভারতের লোকসভা নির্বাচনে অসাম্প্রদায়িক নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলেন’- শীর্ষক দাবিতে সময় টিভি’র সংবাদ প্রতিবেদন যুক্ত করে একটি তথ্য টিকটকে প্রচার করা হয়েছে। 

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৫ লাখ বার দেখা হয়েছে এবং ২১ হাজারের অধিক অ্যাকাউন্ট থেকে ভিডিওতে প্রতিক্রিয়া জানানো হয়েছে। এছাড়া, ভিডিওটি শেয়ার করা হয়েছে ২৯৮ বার।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হননি বরং, টানা তৃতীয়বারের মত ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিজেপির নেতা নরেন্দ্র মোদি। এছাড়া, আলোচিত দাবিতে প্রচারিত সময় টিভির সংবাদ প্রতিবেদনটিও ভিন্ন ঘটনার।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিটির সাথে প্রচারিত সময় টিভির সংবাদ প্রতিবেদনটি খুঁজে বের করে রিউমর স্ক্যানার টিম। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সময় টিভি’র ইউটিউব চ্যানেলে গত ০৫ জানুয়ারি “সিংহের মতো লড়লেন রাহুল গান্ধী, দেখালেন দিশা” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Somoy Tv YouTube Channel 

২ মিনিট ৪৯ সেকেন্ডের সংবাদ প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে জানা যায়, উক্ত প্রতিবেদনটি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হওয়া নিয়ে নয় বরং, নির্বাচনী প্রচারণায় ভারতজুড়ে পদযাত্রা সহ বিভিন্ন প্রচারণার ফলে ভোটের মাঠের সফলতা নিয়ে করা সংবাদ প্রতিবেদন।

উল্লেখ্য, গত ০৯ জুন ধারাবাহিকভাবে তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রীর পদে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদি। 

অর্থাৎ, রাহুল গান্ধী ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হননি।

মূলত, সম্প্রতি সময় টিভি’র একটি ভিডিও প্রতিবেদন যুক্ত করে ‘ভারতের লোকসভা নির্বাচনে অসাম্প্রদায়িক নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলেন’- শীর্ষক একটি দাবি টিকটকে প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দাবিটি সঠিক নয়। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে জয় লাভ করে গত ০৯ জুন টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রীর পদে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদি। 

সুতরাং, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img