রাফিয়া আরশাদ যুক্তরাজ্যের প্রথম হিজাব পরিহিত ডেপুটি জেলা জজ, যুক্তরাষ্ট্রের নয়

সম্প্রতি, “যুক্তরাষ্ট্রের প্রথম হিজাবধারী মুসলিম বিচারক রাফিয়া আরশাদ” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এ দাবির কিছু পোস্ট এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে
আর্কাইভ ভার্সন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

একই দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, রাফিয়া আরশাদ যুক্তরাষ্ট্রের প্রথম হিজাব পরিহিত মুসলিম বিচারক নন বরং তিনি যুক্তরাজ্যের হিজাব পরিহিত প্রথম মুসলিম ডেপুটি জেলা জজ।

অনুসন্ধানে বৃটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের ওয়েবসাইটে ২০২০ সালের ২৭ মে “Muslim woman becomes first hijab-wearing judge in UK but says she is still mistaken for interpreter” প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, হিজাব পরিহিত প্রথম মুসলিম নারী হিসেবে যুক্তরাজ্যে বিচারক হয়েছেন রাফিয়া আরশাদ। তিনি বৃটেনের মিডল্যান্ডস সার্কিটের একজন ডেপুটি জেলা জজ হিসেবে নিযুক্ত হয়েছেন।

Screenshot : The Telegraph 

একই তারিখে বৃটেন ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি নিউজ এর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে রাফিয়া আরশাদকে যুক্তরাজ্যের হিজাব পরিহিত প্রথম ডেপুটি জেলা জজ হিসেবে উল্লেখ করে বলা হয়, নটিংহামে সেন্ট মেরি’স চেম্বারের সদস্য রফিয়া আরশাদ গত সপ্তাহে মিডল্যান্ডস সার্কিটের বিচারক হিসাবে তার নিয়োগপত্র পেয়েছেন।

Screenshot : BBC News 

বৃটেনের আরেক গণমাধ্যম মেট্রো’র ওয়েবসাইটে ২০২০ সালের ২৬ মে “Muslim woman becomes one of the first hijab-wearing judge in the UK” শিরোনামে অপর একটি প্রতিবেদনে রাফিয়া আরশাদকে যুক্তরাজ্যের প্রথম হিজাব পরিহিত মুসলিম বিচারকদের একজন হিসেবে উল্লেখ করেছে। 

Screenshot: Metro.co.uk

অর্থাৎ, রাফিয়া আরশাদ আমেরিকা কিংবা যুক্তরাষ্ট্রের নয় বরং যুক্তরাজ্যের হিজাব পরিহিত মুসলিম বিচারক এবং তাকে যুক্তরাজ্যের প্রথম হিজাব পরিহিত মুসলিম নারী বিচারক বলা হচ্ছে। 

মূলত, রাফিয়া আরশাদ ২০২০ সালে যুক্তরাজ্যের মিডল্যান্ডস সার্কিটের একজন ডেপুটি জেলা জজ হিসেবে নিয়োগ পান। জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে তাকে যুক্তরাজ্যের হিজাব পরিহিত প্রথম মুসলিম বিচারক উল্লেখ করা হয়েছে। যুক্তরাজ্যের হিজাব পরিহিত প্রথম মুসলিম বিচারক রাফিয়া আরশাদ বিষয়টিই সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাজ্যের জায়গায় যুক্তরাষ্ট্র উল্লেখ করে প্রচার করা হচ্ছে।

সুতরাং, যুক্তরাজ্যের প্রথম হিজাব পরিহিত মুসলিম বিচারক রাফিয়া আরশাদকে যুক্তরাষ্ট্রের প্রথম হিজাব পরিহিত বিচারক দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

  1. BBC NEWS : First hijab-wearing UK court judge hopes to be ‘trailblazer’
  2. The Telegraph : Muslim woman becomes first hijab-wearing judge in UK but says she is still mistaken for interpreter”
  3. Metro : Muslim woman becomes one of the first hijab-wearing judge in the UK
  4. Vogue : This Muslim Woman Just Became UK’s First Hijab-Wearing Judge

আরও পড়ুন

spot_img