শনিবার, অক্টোবর 5, 2024
spot_img

রাফায়েল বার্গামাসি সম্পর্কে প্রচারিত তথ্যগুলোর সত্যতা কতটুকু?  

সম্প্রতি, কাতার বিশ্বকাপ চলাকালীন রাফায়েল বার্গামাসি (Rafael bergamaschi) নামে একজন বিদেশী নাগরিকের বিষয়ে কিছু তথ্য তার ছবিসহ  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে। 


কী দাবি করা হচ্ছে?

ছড়িয়ে পড়া পোস্টগুলোতে সুনির্দিষ্ট চারটি দাবি দেখেছে রিউমর স্ক্যানার টিম। 

দাবিগুলো যা ছিল – 

১/ রাফায়েল ব্রাজিল থেকে এসেছেন।   

২/ বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের মানুষের উন্মাদনা নিয়ে ডকুমেন্টারি বানাবেন। 

৩/ উক্ত ডকুমেন্টারির পার্টনার হওয়ার জন্য নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম আগ্রহ দেখিয়েছে।  

৪/ রাফায়েল ফেনীর মেয়রের সাক্ষাৎকার নিতে চেয়েছেন।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

রাফায়েল ব্রাজিল থেকে এসেছেন দাবিতে গণমাধ্যমের প্রতিবেদন দেখুন প্রতিদিনের বাংলাদেশ (আর্কাইভ), ভোরের কাগজ (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাফায়েল বার্গামাসির ডকুমেন্টারির পার্টনার হতে কোনো স্ট্রিমিং প্লাটফর্ম আগ্রহ দেখায়নি বরং কিছু স্ট্রিমিং প্লাটফর্মে ডকুমেন্টারিটি দেখা যাবে বলে আশা করছেন তিনি। তাছাড়া তিনি ব্রাজিলের নাগরিক হলেও এসেছেন প্যারিস থেকে। 

কিওয়ার্ড সার্চ পদ্ধতির মাধ্যমে মূল ধারার অনলাইন সংবাদমাধ্যম ”ঢাকা পোস্ট এর ওয়েবসাইটে গত ৭ ডিসেম্বর “ব্রাজিল সমর্থকদের নিয়ে ফিল্ম বানাতে বাংলাদেশে এসেছেন রাফায়েল” শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদন থেকে জানা যায়, বিশ্বকাপে ব্রাজিলকে বাংলাদেশের মানুষের সমর্থনের দৃশ্য নিজ দেশের নাগরিকদের দেখাতে বাংলাদেশে এসেছেন ব্রাজিলিয়ান ফিল্ম মেকার রাফায়েল। 

প্রতিবেদনে বলা হয়, “গত সোমবার (৫ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমে ব্রাজিল ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালেও উঠে ব্রাজিল। আর এই খেলা দেখার জন্য ফেনীর পুরাতন জেল গেটে পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর উদ্যোগে বড় স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হয়। সেখানে প্রায় ১০ থেকে ১৫ হাজার দর্শক একসঙ্গে খেলা উপভোগ করেন। যা দেশীয় গণমাধ্যমের নজর কাড়ে। আর গণমাধ্যমের খবর দেখেই তা ক্যামেরাবন্দি করতে ফেনীতে চলে আসেন এই ব্রাজিলিয়ান ফিল্ম মেকার। প্রতিটি মুহূর্তকে ক্যামেরাবন্দি করে রাখার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন তিনি। এই প্রতিবেদককে রাফায়েল জানালেন, ব্রাজিলের নাগরিকদের সমর্থনের কথাও। তিনি বলেন, বাংলাদেশ সম্পর্কে আমি আমার দেশের মানুষ গণমাধ্যমে শুনেছি। বাংলাদেশ এমনভাবে আমাদেরকে সাপোর্ট করছে তা সত্যিই অবিশ্বাস্য।”

রাফায়েলের বিষয়ে এই সংবাদের সূত্র ধরে পরবর্তীতে কিওয়ার্ড সার্চের মাধ্যমে রাফায়েলের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়। 

রাফায়েল বার্গামাসির (Rafael bergamaschi) ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, তিনি গত ১৯ নভেম্বর ঢাকার বসুন্ধরা থেকে প্রথম বাংলাদেশ বিষয়ে একটি পোস্ট দেন। এক বিক্রেতার শিশুর ছবি প্রকাশ করে তিনি ক্যাপশনে লিখেছেন, “Brazil Vs Argentina in Bangladesh”।

রাফায়েল পরবর্তীতে আরও চারটি পোস্ট দিয়েছেন বাংলাদেশের বিষয়ে। সর্বশেষগত ১৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য মানুষের গণজমায়েতস্থল থেকে একটি পোস্ট করেছেন তিনি।

আলোচিত তথ্যগুলোর বিষয়ে জানতে পরবর্তীতে রাফায়েলের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। 

রাফায়েল বার্গামাসি রিউমর স্ক্যানারকে জানান, তিনি ব্রাজিলিয়ান নাগরিক হলেও এসেছেন প্যারিস থেকে। এর আগে তিনি সাত বছর নিউ ইয়র্কে ছিলেন। সম্প্রতি প্যারিসে গিয়েছেন।

প্যারিসে ফেরার আগে রিউমর স্ক্যানার টিমের কাছে এ দেশের অতিথিপরায়ণতার ভূয়সী প্রশংসা করে গেছেন রাফায়েল। বলেছেন, “আমার বাংলাদেশ ভ্রমণ আমার প্রত্যাশার চেয়ে অনেক বেশি ছিল। আমি ক্রমাগত মানুষের উদারতা দেখে বিস্মিত হয়েছি এবং যারা আমাকে এখানে আতিথেয়তা দিয়েছেন তাদের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ।”

অর্থাৎ, তিনি ব্রাজিল থেকে আসেননি। 

রাফায়েল জানালেন, তিনি সকলকে বলেছেন, তার এই কাজ কিছু স্ট্রিমিং প্লাটফর্মে দেখা যাবে বলে আশা করছেন তিনি। 

রাফায়েল ১৬ নভেম্বর বাংলাদেশে এসেছিলেন। ঢাকাতেই বেশিরভাগ সময় কাটালেও ঘুরে বেড়িয়েছেন নরসিংদী, কক্সবাজার, চট্টগ্রাম ও ফেনীতে। ফেনীতে তার বেশ ভালো সময় কেটেছে জানিয়ে বলছিলেন, ফেনীর মেয়রের সাথে কথা বলার ইচ্ছা ছিল তার। তবে তিনি দেশে না থাকায় তা হয়ে উঠেনি। রাফায়েলের সাথে রিউমর স্ক্যানার টিমের যখন আলাপ হচ্ছিল তখন তিনি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছিলেন। ২০ ডিসেম্বর, (মঙ্গলবার) ফিরে গেছেন প্যারিসে।

প্যারিসে ফেরার আগে রিউমর স্ক্যানার টিমের কাছে এ দেশের অতিথিপরায়ণতার ভূয়সী প্রশংসা করে গেছেন রাফায়েল। বলেছেন, “আমার বাংলাদেশ ভ্রমণ আমার প্রত্যাশার চেয়ে অনেক বেশি ছিল। আমি ক্রমাগত মানুষের উদারতা দেখে বিস্মিত হয়েছি এবং যারা আমাকে এখানে আতিথেয়তা দিয়েছেন তাদের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ।”

রাফায়েল জানালেন, সুযোগ পেলে তিনি আবারও আসবেন বাংলাদেশে। 

গুজবের সূত্রপাত কীভাবে?

এডভান্স সার্চ পদ্ধতির মাধ্যমে গত ৪ ডিসেম্বর ফেসবুকে ‘Zakaria Joy’ নামক একটি অ্যাকাউন্ট থেকে এ বিষয়ে প্রথম পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।  

তিনি লিখেছেন, “ওনার নাম Rafael bergamaschi ইন্সটাগ্রামে সার্চ করলে ওনাকে পাবেন । উনি ব্রাজিল থেকে বাংলাদেশে এসেছেন, ফিফা ওয়ার্ল্ডকাপ নিয়ে আমাদের যেই ক্রেজ বর্তমানে তা নিয়ে একটি ডকুমেন্টরি তৈরী করতে এসেছেন। উনি আরো জানান যে নেটফ্লিক্স এবং এমাজন প্রাইম তার এই ডকুমেন্টরির পার্টনার হওয়ার জন্য আগ্রহ দেখিয়েছেন । উনি সারা বাংলাদেশের ভিতর ফেনীতে ফুটবল বিশ্বকাপ নিয়ে যেই ক্রেজ দেখেছেন, তা আর কোথাও দেখেন নি । ফেনীতে এতো বড় পর্দায় খেলা দেখানোর বেপার নিয়ে তিনি বিস্মিত হয়েছেন এবং উনি আমাদের ফেনীর জননন্দিত মেয়র Sopon Miaji মহোদয় এর সাক্ষাৎকার নিতে আগ্রহ প্রকাশ করেছেন । (উনি ব্রাজিল চলে যাবেন এই সপ্তাহে, তাই আমাদের মেয়র মহোদয় এর সাক্ষাৎকার নেয়ার দায়িত্ব আমার উপর দিয়েছেন )।”

জয়ের অ্যাকাউন্টে পরদিন অর্থাৎ ৫ ডিসেম্বর রাফায়েল বিষয়ে আরো দুইটি পোস্ট (পোস্ট ১, পোস্ট ২) খুঁজে পাওয়া যায়, যেখানে জয়ের সাথে রাফায়েলকে দেখা যাচ্ছে।  

পরবর্তীতে জনাব জাকারিয়া জয়ের সাথে যোগাযোগের চেষ্টা করে রিউমর স্ক্যানার টিম। তবে এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। 

মূলত, গত ১৬ নভেম্বর বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের মানুষের উন্মাদনা নিয়ে ডকুমেন্টারি বানাতে প্যারিস থেকে বাংলাদেশে আসেন রাফায়েল বার্গামাসি নামে এক ব্রাজিলিয়ান নাগরিক। ডকুমেন্টারির কাজে তিনি ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন। ফেনীর ফুটবল উন্মাদনা দেখে ফেনীর মেয়রের সাথে কথা বলতে চেয়েছিলেন। তবে তিনি সে সময় দেশে ছিলেন না। রিউমর স্ক্যানারকে তিনি বলেছেন, তার এই ডকুমেন্টারি শীঘ্রই কোনো স্ট্রিমিং প্লাটফর্মে দেখা যাবে বলে আশা প্রকাশ করছেন তিনি। রাফায়েল বিষয়ক এসব তথ্যকে তিনি ব্রাজিল থেকে এসেছেন এবং তার ডকুমেন্টারির পার্টনার হওয়ার জন্য নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম আগ্রহ দেখিয়েছে দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।  

উল্লেখ্য, গত ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ফিফা বিশ্বকাপের ২২তম আসর বসেছিল কাতারে। এই আসরে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। 

প্রসঙ্গত, কাতার ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে একাধিক গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, কাতার বিশ্বকাপ চলাকালীন রাফায়েল বার্গামাসি নামে একজন বিদেশী নাগরিকের বিষয়ে কিছু তথ্য তার ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে ; যা আংশিক মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img