ভারতীয় শিশুকে বাংলাদেশের রাব্বি নামের শিশু দাবিতে আর্থিক প্রতারণা

সম্প্রতি, “ছোট্ট রাব্বি কে বাচাতে এগিয়ে আসুন।” শীর্ষক শিরোনামে রাব্বি নামে এক শিশুর জন্য মানবিক সাহায্যের আবেদনের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, রাব্বি নামে প্রচারিত ছবিগুলো কোন বাংলাদেশি শিশুর নয় বরং এগুলো ভারতের গাব্বার সিং ও সুমালতার ২৮ দিন বয়সী সন্তানের ছবি।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে, “My Baby Battles For His Life And We Need Your Support To Save Him” শিরোনামে ভারতের গণ-অর্থায়ন প্লাটফর্ম ‘Ketto’ এর ওয়েবসাইটে প্রকাশিত মূল ছবিগুলো খুঁজে পাওয়া যায়।

রাব্বি
Screenshot from Ketto website

মূলত, ছবির শিশুটি ভারতের গাব্বার সিং ও সুমালতা দম্পতির পুত্র সন্তান। শিশুটি ফুসফুসের সংক্রমণে ভুগছে এবং বর্তমানে শিশুটি ভারতের নিজামাবাদে অবস্থিত কিডস কেয়ার ইমারজেন্সি চিল্ড্রেন্স হাসপাতালে চিকিৎসাধীন। ফান্ডরাইজিং ঐ ওয়েবসাইটের প্রতিবেদন থেকে জানা যায় আক্রান্ত শিশুটির চিকিৎসার জন্য ২ লাখ রুপি প্রয়োজন। সর্বশেষ এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত শিশুটির জন্য আর্থিক সহায়তা সংগ্রহ চলমান রয়েছে।

Medical Reports | Image Source: Ketto

অন্যদিকে, রাব্বি নামে আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত ফেসবুক পোস্টগুলোয় উল্লিখিত ব্যক্তিগত বিকাশ, নগদ ও রকেট নাম্বারে (01873432926) একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়। আলোচিত পোস্টগুলোতে শিশুটির বাবা দাবিতে প্রদত্ত নাম্বারে (01723417700) রিউমর স্ক্যানারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে, জনৈক মহিলা কল রিসিভ করে ভিন্ন নামের এক শিশুর মা হিসেবে নিজেকে পরিচয় দেন এবং জানান তার ছেলের চিকিৎসার জন্য ফেসবুকে টাকা সংগ্রহ করা হচ্ছে। কিন্তু রিউমর স্ক্যানারের পক্ষ থেকে তার দাবির পক্ষে প্রমাণাদি চাওয়া হলে তিনি তা দিতে ব্যর্থ হন।

উল্লেখ্য, সামাজিক মাধ্যম ফেসবুকে বিগত কিছুদিন যাবত শুধুমাত্র নাম ও ছবি পরিবর্তন করে ভিন্ন ভিন্ন শিরোনামে আর্থিক সহায়তার নামে প্রতারণা মূলক তথ্য প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, রিউমর স্ক্যানার টিম পূর্বেও বিভিন্ন নাম ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে আর্থিক সাহায্য চেয়ে করা পোস্টগুলোকে শনাক্ত করে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।

সুতরাং, আর্থিক সহায়তার নামে প্রতারণার উদ্দেশ্যে ভারতীয় শিশুকে বাংলাদেশের শিশু রাব্বি দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ছোট্ট রাব্বি কে বাচাতে এগিয়ে আসুন
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Ketto: https://www.ketto.org/fundraiser/my-baby-battles-for-his-life-and-we-need-your-support-to-save-him-559604
  • আরও দেখুন:
  • SCAM
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img