সম্প্রতি, “ব্রেকিং নিউজ সৌদি আরবে আবারো বাংলাদেশি হাফেজ প্রথম স্হান অর্জন করেছেন!.. আলহামদুলিল্লাহ” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সৌদি আরবের প্রথম স্থান অর্জন দাবিতে প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি ২০১৭ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতার বিজয়ী হাফেজ তরিকুল ইসলামের ছবি।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম GulfNews এর অনলাইন সংস্করণে ২০১৭ সালের ১৫ জুনে “Bangladeshi boy, 13, wins Dubai Quran Award” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।

এছাড়া, ২০১৭ সালে প্রথম আলো এবং ঢাকা ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনেও একই ছবিটির অস্তিত্ব পাওয়া যায়।

মূলত, ২০১৭ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২১তম দুবাই ইন্টারন্যাশনাল হলি কোরআন অ্যাওয়ার্ডে ১০৩ দেশের অংশগ্রহণকারীদের পেছনে ফেলে প্রথম স্থান করে বাংলাদেশের হাফেজ মোহাম্মদ তারিকুল ইসলাম। হাফেজ তরিকুল ইসলামের ২০১৭ সালের পুরস্কার গ্রহণের ছবিকেই সাম্প্রতিক সময়ে সৌদিতে বাংলাদেশি হাফেজ প্রথম স্থান অর্জন করেছে দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।
Also Read: সম্প্রতি সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজের প্রথম হওয়ার দাবিটি মিথ্যা
উল্লেখ্য, সৌদি আরবে ধারাবাহিক ভাবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ২০১৪ এবং ২০১৭ সালে হাফেজ আব্দুল্লাহ আল মামুন প্রথম স্থান অর্জন করেছিলেন, ২০১৮ সালে হাফেজ হুসাইন আহমদ চতুর্থ স্থান অর্জন করেছিলেন এবং সর্বশেষ ২০১৯ সালে ৪১তম প্রতিযোগিতায় হাফেজ শিহাব উল্লাহ দ্বিতীয় স্থান অর্জন করেন। অর্থাৎ, সাম্প্রতিক সময়ে বাংলাদেশি কোনো হাফেজ সৌদি আরবে অনুষ্ঠিত কোন কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেনি।
প্রসঙ্গত, ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা এই বছরের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়।

অর্থাৎ, ২০১৭ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ তরিকুল ইসলামের পুরস্কার গ্রহণের ছবিকে সাম্প্রতিক সময়ে সৌদি আরবে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজের প্রথম স্থান অর্জন করার দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: ব্রেকিং নিউজ সৌদি আরবে আবারো বাংলাদেশি হাফেজ প্রথম স্হান অর্জন করেছেন
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- Gulfnews: Bangladeshi boy, 13, wins Dubai Quran Award | Society – Gulf News
- Prothom Alo: Bangladeshi teen wins Dubai Quran award | Prothom Alo
- Dhaka Tribune: 13-year-old Bangladeshi boy wins Dubai Quran award | Dhaka Tribune
- RTV: তৃতীয়বারের মতো বিশ্বসেরা হাফেজ হলেন আব্দুল্লাহ আল মামুন
- Jagonews24: সৌদির আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত ফল প্রকাশ
- Jagonews24: সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিহাবের সাফল্য
- Saudi Gazette: 42nd King Abdulaziz International Qur’an Competition in September