ড. ইউনূসকে উদ্ধৃত করে পাচারের ৩০ হাজার কোটি টাকা ফেরত আসার গুজব

সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্ধৃত করে ‘পাচারের ৩০ হাজার কোটি টাকা ফেরত আসছে আজ।’ দাবিটি গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

৩০ হাজার কোটি টাকা ফেরত

গণমাধ্যমে প্রচারিত পোস্ট দেখুন- State Watch (আর্কাইভ)।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. ইউনূসকে উদ্ধৃত করে পাচারের ৩০ হাজার টাকা ফেরত আসার দাবিটি সঠিক নয় বরং, গত ০৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান “ব্যাংক খাতের বাইরে ৭০ হাজার কোটি টাকা চলে গিয়েছিল। এর মধ্যে ৩০ হাজার কোটি টাকা ব্যাংকে ফেরত এসেছে।” মূলত, তার এই বক্তব্যকেই বিকৃত করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে। তাছাড়া, ড. মুহাম্মদ ইউনূস এ সংক্রান্ত কোনো মন্তব্যই করেননি।

অনুসন্ধানে আলোচিত দাবিতে সামাজিক মাধ্যমে প্রচারিত কিছু পোস্ট পর্যবেক্ষণ করে কিছু কিছু পোস্টের মন্তব্যের ঘরে দাবিটির সূত্র হিসেবে ‘সময় টিভি’ এর ইউটিউব চ্যানেলে গত ০৮ সেপ্টেম্বর ‘ব্যাংক খাতের বাহিরে যাওয়া ৩০ হাজার কোটি টাকা ফেরানো হয়েছে: গভর্নর | Bangladesh Bank Governor’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনের লিংক পাওয়া যায়।

ভিডিও প্রতিবেদটিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলতে দেখা যায়, ৭০ হাজার কোটি টাকার মতো ব্যাংকিং খাতের বাইরে চলে গিয়েছিল। এটার ৩০ হাজাররে ( ৩০ হাজার কোটি টাকা) মতো ফেরত চলে এসছে ব্যাংকিং খাতে। 

এই প্রতিবেদনের কোথাও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ‘৩০ হাজার কোটি টাকা পাচারের অর্থ ফেরত আসছে আজ’ শীর্ষক কোনো তথ্য উল্লেখ করেনেনি। তাছাড়া, উক্ত প্রতিবেদনে ড. মুহাম্মদ ইউনূস এরও বিষয়েও কোনো তথ্য বা মন্তব্য উল্লেখ ছিল না।

অনুসন্ধানে প্রথম আলোর ওয়েবসাইটে গত ০৮ সেপ্টেম্বর ‘ব্যাংকে রাখা টাকা ফেরত পাওয়া নিয়ে দুশ্চিন্তার কিছু নেই’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতেও একই তথ্য পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, ‘সাম্প্রতিক সময়ে ব্যাংক খাতের বাইরে ৭০ হাজার কোটি টাকা চলে গিয়েছিল জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, এ কারণে টাকা তোলার ওপর সীমা আরোপ করা হয়েছিল। এর মধ্যে ৩০ হাজার কোটি টাকা ব্যাংকে ফেরত এসেছে। টাকা উত্তোলনের সীমা তুলে নেওয়া হয়েছে।’

পরবর্তীতে, ড. মুহাম্মদ ইউনূস ‘৩০ হাজার কোটি টাকা পাচারের অর্থ ফেরত আসছে আজ’ এমন কোনো মন্তব্য করেছে কিনা জানতে কি-ওয়ার্ড সার্চ করে মূলধারার কোনো গণমাধ্যমে আলোচিত দাবির পক্ষে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্ধৃত করে ‘পাচারের ৩০ হাজার কোটি টাকা ফেরত আসছে আজ।’ দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img