গতকাল (২৯ জুলাই) রাজধানীতে বিএনপির অবস্থান কর্মসূচী ও যুবলীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে একাধিক বাসে আগুন দেওয়ার ঘটনায় ফেসবুকে দাবি করা হচ্ছে “ফাঁকা বাস নিয়ে এসে আগুন ধরিয়েছে ছাত্রলীগ” শীর্ষক তথ্য জানিয়ে খবর প্রকাশ করেছে চ্যানেল২৪ এবং প্রথম আলো।
উক্ত দাবিতে ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, “ফাঁকা বাস নিয়ে এসে আগুন ধরিয়েছে ছাত্রলীগ” শীর্ষক তথ্য জানিয়ে গতকাল কোনো খবর প্রকাশ করেনি চ্যানেল২৪ ও প্রথম আলো বরং ভিত্তিহীনভাবে উক্ত দাবিটি ফেসবুকে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফেসবুক মনিটরিং টুলস ব্যবহার করে উক্ত দাবিটি Mo Rahman Masum নামে একটি ফেসবুৃক অ্যাকাউন্ট থেকে ২৯ জুলাই রাত নয়টায় প্রকাশিত এক পোস্টে উক্ত দাবিটি খুঁজে পাওয়া যায়।
জনাব মাসুম তার পোস্টের কমেন্টে লিখেছেন, “এই খবরের লিংক গুলো এখানে কমেন্টে দিবেন প্লিস। আমি টেকনিকাল কারণে দিতেছি না। (বানান অপরিবর্তিত)”
অর্থাৎ, জনাব মাসুম কোনো তথ্যসূত্রের প্রমাণ উপস্থাপন ব্যতীত দুইটি গণমাধ্যমের নাম উল্লেখ করে উক্ত দাবিটি প্রচার করছেন।
পরবর্তীতে, গতকাল রাজধানীতে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় (দাবিটি প্রকাশের পূর্বের সময়ের) প্রকাশিত চ্যানেল২৪ এর খবরগুলো বিশ্লেষণ করে দেখেছে রিউমর স্ক্যানার টিম।
চ্যানেল২৪ উক্ত ঘটনাগুলোতে যে খবরগুলো প্রকাশ করেছে তার লিংক:
- মাতুয়াইলে যাত্রীবাহী বাসে আগুন
- বাসে আগুনের বিষয়ে যা জানালেন পুলিশ ও বাস ড্রাইভার (ইউটিউব ভিডিও)
- মাতুয়াইলে বাসে আ’গুন, সড়কে পুলিশের কঠোর অবস্থান (ফেসবুক ভিডিও)
- শান্তিপূর্ণ সমাবেশের পরদিনই সংঘর্ষে বিএনপি; বাসে আগুন; আমানসহ বেশ কয়েকজন আটক (ফেসবুক ভিডিও)
চ্যানেল২৪ এর প্রতিবেদনে বলা হয়, “দুপুর দেড়টার দিকে ঢাকা-ভৈরব রুটে চলাচল করা তিশা পরিবহনের এই বাসটিতে কে বা কারা আগুন লাগায়।”
প্রতিবেদনে উল্লেখ রয়েছে, “এ সময় আরও কয়েকটি বাসে আগুন লাগানোর চেষ্টা করলেও পুলিশের বাধায় তা পারেনি বিএনপির নেতাকর্মীরা।”
গণমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে প্রকাশিত এ সংক্রান্ত কোনো প্রতিবেদনেই “ফাঁকা বাস নিয়ে এসে আগুন ধরিয়েছে ছাত্রলীগ” শীর্ষক কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে, ছাত্রলীগ নয়, প্রতিবেদনে এ বিষয়ে বিএনপির নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।
এ বিষয়ে আরো জানতে চ্যানেল২৪ এর সহ-সম্পাদক জাহিদ হাসানের সাথে যোগাযোগ করলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, তারা এ সংক্রান্ত (“ফাঁকা বাস নিয়ে এসে আগুন ধরিয়েছে ছাত্রলীগ” শীর্ষক তথ্য সম্বলিত) কোনো খবর প্রকাশ করেননি।
একইভাবে, গতকাল রাজধানীতে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় (দাবিটি প্রকাশের পূর্বের সময়ের) প্রকাশিত প্রথম আলো’র খবরগুলো বিশ্লেষণ করে দেখেছে রিউমর স্ক্যানার টিম।
প্রথম আলো উক্ত ঘটনাগুলোতে যে খবরগুলো প্রকাশ করেছে তার লিংক:
- মোটরসাইকেলে ৩ যুবক এসে বাসে আগুন দিয়ে চলে যান
- মাতুয়াইলে বাসে আগুন যেভাবে (ইউটিউব ভিডিও)
- মাতুয়াইলে বিএনপি-পুলিশ সংঘর্ষ। সবশেষ তথ্য অনুযায়ী, মোট ৩টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। (ইউটিউব ভিডিও)
প্রথম আলোর এ সংক্রান্ত প্রতিবেদনে মাতুয়াইলে বাসে অগ্নিকান্ডের বিষয়ে বলা হয়, “‘তাড়াতাড়ি নাম। নইলে তোর শরীরে ঢাইলা দিলাম।’ —এ কথা বলে তিন যুবক বাসে উঠে আগুন দিয়ে চলে যায় বলে জানিয়েছেন আজ শনিবার ঢাকার মাতুয়াইলে অগ্নিসংযোগের শিকার হওয়া তিনটি বাসের একটির চালক। চালকের নাম মো. সানাউল্লাহ। তিনি সাংবাদিকদের বলেন, তিন যুবক মোটরসাইকেলে করে এসেছিল। তাঁদের কাছে একটি বোতলে পেট্রল ও দেশলাই ছিল। তাঁদের হুমকির পর তিনি (বাসচালক) লাফ দিয়ে নেমে যান।”
পত্রিকাটির এক ভিডিও প্রতিবেদনে বিএনপির এক নেতা অভিযোগ করেন, বাসে আওয়ামী লীগ-যুবলীগ আগুন দিয়েছে।
প্রথম আলোর ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে প্রকাশিত এ সংক্রান্ত কোনো প্রতিবেদনেই “ফাঁকা বাস নিয়ে এসে আগুন ধরিয়েছে ছাত্রলীগ” শীর্ষক কোনো তথ্য পাওয়া যায়নি।
এখানে উল্লেখ্য, একইদিনের ঘটনায় “বাসে আগুনের চেষ্টা, ছাত্রলীগের ৩ নেতা-কর্মী আটক” শীর্ষক শিরোনামে প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রকাশিত ২০১৪ সালের প্রতিবেদনকে সাম্প্রতিক দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে। এ বিষয়ে রিউমর স্ক্যানারের ফ্যাক্টচেক দেখুন এখানে।
মূলত, গতকাল (২৯ জুলাই) রাজধানীতে বিএনপির অবস্থান কর্মসূচী ও যুবলীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে একাধিক বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে গতকাল রাতে ফেসবুকের একাধিক পোস্টে দাবি করা হয়, “ফাঁকা বাস নিয়ে এসে আগুন ধরিয়েছে ছাত্রলীগ” শীর্ষক তথ্য জানিয়ে খবর প্রকাশ করেছে চ্যানেল২৪ ও প্রথম আলো। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, উক্ত দুই গণমাধ্যম আলোচিত দাবি উল্লেখ করে কোনো সংবাদ প্রকাশ করেনি।
উল্লেখ্য, গতকাল (২৯ জুলাই) ঢাকার প্রবেশমুখগুলোতে বিএনপির অবস্থান কর্মসূচী ও যুবলীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা পর্যন্ত একাধিক বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে গণমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যা পর্যন্ত অগ্নিকান্ডের শিকার হওয়া বাসগুলোর মধ্যে রয়েছে তিশা পরিবহন, তুরাগ পরিবহন, স্বদেশ পরিবহন, বিকাশ পরিবহন, ওয়েলকাম পরিবহন।
প্রসঙ্গত, ঢাকার উত্তরায় দাঁড়িয়ে থাকা ঈগল পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে গতকাল শনিবার রাত ১০টায়। তবে কীভাবে এই আগুন লেগেছে তা জানা যায়নি।
সুতরাং, চ্যানেল২৪ এবং প্রথম আলো’র বরাতে “ফাঁকা বাস নিয়ে এসে আগুন ধরিয়েছে ছাত্রলীগ” শীর্ষক একটি দাবি ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Statement from a Sub-edtor Channel24
- Rumor Scanner’s own analysis
- Prothom Alo: মোটরসাইকেলে ৩ যুবক এসে বাসে আগুন দিয়ে চলে যান
- Channel24: মাতুয়াইলে যাত্রীবাহী বাসে আগুন