বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহত এবং নিখোঁজের বিষয়ে গণমাধ্যমের নামে ভুল তথ্য প্রচার 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের সংখ্যা  ৮৯০ আহতের সংখ্যা ৩৩ হাজার এবং নিখোঁজের সংখ্যা ১১ হাজারের অধিক শীর্ষক কিছু তথ্য মূলধারার গণমাধ্যম ঢাকা টাইমস এর বরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

নিখোঁজের

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাকা টাইমস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহত এবং নিখোঁজের সংখ্যা নিয়ে এমন কোনে তথ্য প্রকাশ করেনি বরং কোনোপ্রকার তথ্যসূত্র ছাড়াই আলোচিত দাবিটি গণমাধ্যমটির নামে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে ঢাকা টাইমস এর ওয়েবসাইটে পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, গত ১৭ আগস্ট “ঢাকা টাইমসের সূত্র দিয়ে আন্দোলনে হতাহতের সংখ্যা উল্লেখ করে ভুয়া তথ্য প্রচার” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের নিয়ে ঢাকা টাইমস কোনো প্রতিবেদনেই এমন কোনো তথ্য প্রচার করেনি।

এছাড়া, ঢাকা টাইমস জাতিসংঘের বরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে ৬৫০ জন নিহতের তথ্য প্রকাশ করেছে। 

সুতরাং, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহত এবং নিখোঁজের সংখ্যা নিয়ে ঢাকা টাইমস এর বরাতে প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img