সম্প্রতি, “এই দেশটা বসবাসে অযোগ্য হয়ে পড়েছে মনে হচ্ছে দেশে গুম,খুন, হত্যা, ধর্ষণের প্রতিযোগিতা চলছে। সবাই দ্রুত পোস্টটি শেয়ার করে দিন” ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ভিডিওতে প্রকাশ্যে এক যুবক কর্তৃক আরেক যুবককে কোপাতে দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রকাশ্যে যুবককে কোপানোর এই ভিডিওটি বাংলাদেশের নয় বরং, এটি ভারতের মুম্বাইয়ের ঘটনা।
এ বিষয়ে অনুসন্ধানে ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স সার্চ করে ভারতের মুম্বাইয়ের স্থানীয় গণমাধ্যম ‘gallinews_com’ এর ফেসবুক পেজে ২০২৫ সালের ২ জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, “অ্যান্টপ হিলের ফাল্গুনি বিল্ডিংয়ের ভেতরে ছুরিকাঘাতের একটি ঘটনা ঘটে। দুই বন্ধুর মধ্যে কোনো বিষয় নিয়ে তর্ক হয়, যার একপর্যায়ে একজন অন্যজনের ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আহত অবস্থায় ছেলেটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।” (অনূদিত)।
পরবর্তীতে, ভারতীয় গণমাধ্যম ‘Times Now’ এর ওয়েবসাইটে ২০২৫ সালের ৩রা জুলাই আলোচিত ঘটনার বিষয়ে “’Sleeping With My Woman?’ Mumbai Man Attacked With Sword-Like Weapon Over Relationship Dispute” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনে বলা হয়, “মুম্বইয়ের ওয়াডলা (ইস্ট) এলাকায় ২ জুলাই একটি মর্মান্তিক ঘটনা ঘটে। প্রেমঘটিত সম্পর্ক নিয়ে বিরোধের জেরে এক যুবককে তলোয়ার সদৃশ ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে আক্রমণ করা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনটিতে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর কাছে গিয়ে উত্তেজিতভাবে জিজ্ঞাসা করে, “তুই কি আমার বউয়ের সঙ্গে সম্পর্ক রাখছিস?” এর কিছুক্ষণ পরেই সে হঠাৎ করে ভয়ঙ্কর হামলা চালায়। হামলার ফলে ভুক্তভোগীর গলা, মুখ, ডান হাত এবং পিঠে গভীর আঘাত লাগে।”
এ বিষয়ে ভারতের অন্যান্য গণমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদন (১,২) থেকে একই তথ্য জানা যায়।
উল্লেখ্য, ভুক্তভোগীর নাম ভারতের মূলধারার গণমাধ্যমগুলোতে শাহরুখ বলে উল্লেখ হলেও স্থানীয় গণমাধ্যমে তার নাম শ্রাবন বলা হয়েছে। এছাড়া স্থানীয় গণমাধ্যমটি ভুক্তভোগী ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করলেও মূলধারার গণমাধ্যমগুলোতে ভুক্তভোগী ব্যক্তি নিহত হওয়ার দাবির সপক্ষে তথ্য পাওয়া যায়নি। তবে তার নিহতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানা না গেলেও এটি নিশ্চিত যে ঘটনাটি বাংলাদেশের নয়।
সুতরাং, ভারতের মুম্বাইয়ে প্রকাশ্যে যুবককে কোপানোর ঘটনাকে বাংলাদেশের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Gallinews_com – Facebook Post
- Times Now – ‘Sleeping With My Woman?’ Mumbai Man Attacked With Sword-Like Weapon Over Relationship Dispute