সম্প্রতি ‘হাফেজ তাকরিমকে বিশাল বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী’ শীর্ষক শিরোনাম ব্যবহার করে কয়েকটি ভিডিও ইউটিউবে প্রচার করা হচ্ছে।

ইউটিউবে প্রচারিত এমনকিছু ভিডিও দেখুন এখানে এবং এখানে।
আর্কাইভ ভার্সন দেখুন এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর টিমের অনুসন্ধানে দেখা যায়, তাকরিমকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাড়ি উপহার দেওয়ার দাবিটি সঠিক নয় বরং অধিক ভিউ পাবার আশায় চটকদার শিরোনাম ও থাম্বনেইলে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে কোনো তথ্যসূত্র ছাড়াই উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে।
কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে Most Topic নামের একটি ইউটিউব চ্যানেলে ‘সুখবরঃ এইমাত্র হাফেজ তাকরিমকে বিশাল বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী? দেখলে অবাক হবেন!’ শীর্ষক শিরোনামে গত ৭ এপ্রিল প্রকাশিত একটি ভিডিও(আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

২ মিনিট ২৬ সেকেন্ডের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পর্যবেক্ষণ করেছে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটির শিরোনাম এবং থাম্বনেইলে প্রধানমন্ত্রী পক্ষ থেকে তাকরিমকে বাড়ি উপহার দেওয়ার কথা বলা হলেও বিস্তারিত প্রতিবেদনে কোথাও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাড়ি উপহারের ব্যাপারে কিছুই বলা হয়নি।
ভিডিওটির ২ মিনিট ৬ সেকেন্ড অংশে বলা হয়, তাকরিমের সাফল্যে খুশি হলেন প্রধানমন্ত্রী। খবর পাওয়া যায় তাকরিম দুবাই থেকে প্রথম হয়ে দেশের নাম উজ্জ্বল করেছে আর এতে আনন্দিত হন তিনি।’ রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, উক্ত ভিডিওটি তাকরিমের প্রতিযোগিতায় অংশ নেওয়ার এবং বিভিন্ন জায়গায় সংবর্ধনার কয়েকটি ছবি যুক্ত করে তৈরি করা হয়েছে।
পরবর্তীতে একই দাবিতে Popular News BD নামের ইউটিউব চ্যানেলে ‘এইমাত্র হাফেজ তাকরিমকে বিশাল বাড়ি উপহার দিলেন প্রধানমনন্ত্রী!! খুশি তাকরিম’ শীর্ষক শিরোনামে গত ৮ এপ্রিল প্রকাশিত একটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

২ মিনিট ২০ সেকেন্ডের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পর্যবেক্ষণ করেছে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটির শুরুতে ১৩ সেকেন্ড অংশে বলা হয়, তাকরিমের সাফল্যে হাফেজ তাকরিমকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী। তবে বিস্তারিত প্রতিবেদনে ভিডিও’র ১ মিনিট ৪৮ সেকেন্ড অংশে বলা হয়, ‘বারবার তাকরিম দেশের নাম উজ্জ্বল করায় তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীও। জানা যায় তাকরিমকে বিশাল অংকের পুরুস্কার দেবেন প্রধানমন্ত্রী।’ তবে সেখানে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি।
রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, উক্ত ভিডিওগুলো তাকরিমের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার এবং বিভিন্ন জায়গায় সংবর্ধনার কয়েকটি ছবি যুক্ত করে তৈরি করা হয়েছে।
পাশাপাশি গণমাধ্যমে কিংবা নির্ভরযোগ্য অন্যকোনো সূত্রে এখন পর্যন্ত তাকরিমকে প্রধানমন্ত্রী বাড়ি উপহার দেওয়ার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
তবে ‘হাফেজ তাকরিমের সাফল্যে প্রধানমন্ত্রীও খুশি’ শীর্ষক শিরোনামে সময় নিউজের অনলাইন সংস্করণে ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন(আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। সেসময় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তাকরিম তৃতীয় হওয়ায় প্রধানমন্ত্রী খুশি হওয়ার বিষয়ে বলা হলেও প্রতিবেদনে কোনো প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহারের বিষয়ে কোনো তথ্য উল্লেখ নেই।

অর্থাৎ, প্রচারিত ভিডিওগুলোর বিস্তারিত প্রতিবেদন পর্যবেক্ষণ করলে এটা স্পষ্ট যে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকরিমকে বাড়ি উপহার দেওয়ার দাবিটি সঠিক নয়।
মূলত, সম্প্রতি দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমেদ তাকরিম। হাফেজ তাকরিমের এ অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুশি হয়ে তাকরিমকে বাড়ি উপহার দেওয়ার দাবিতে ইউটিউবে ভিডিও প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানারে অনুসন্ধানে জানা যায়, অধিক ভিউ পাবার আশায় চটকদার শিরোনাম ও থাম্বনেইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্র ছাড়াই ভিডিওগুলো প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাফেজ তাকরিমকে কোনো বাড়ি উপহার দেননি।
উল্লেখ্য, পূর্বেও ক্যাপশন এবং থাম্বনেইলে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে অভিনেতা শাকিব খান তাকরিমকে এক কোটি টাকা উপহার দিয়েছেন দাবিতে ছড়িয়ে পড়লে সেসময় বিষয়টিকে মিথ্যা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
সুতরাং, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকরিমকে বাড়ি উপহার দেওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Somoy News Online: হাফেজ তাকরিমের সাফল্যে প্রধানমন্ত্রীও খুশি
- Rumor Scanner Own Analysis