সম্প্রতি, টেস্ট সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে জয়লাভ করে বাংলাদেশ।
এরই প্রেক্ষিতে, “পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায়, জুমার নামাজ শেষে মিরপুরে দোয়া, ও মিষ্টি বিতরণ: বিসিবি”- শীর্ষক শিরোনামে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টেলিভিশন এর লোগো সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
উক্ত ফটোকার্ড যুক্ত করে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায়, জুমার নামাজ শেষে মিরপুরে দোয়া, ও মিষ্টি বিতরণ: বিসিবি’ শীর্ষক শিরোনামে মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টিভি কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির লোগো ব্যবহার করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, ফটোকার্ডটিতে যমুনা টিভির লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ০৬ সেপ্টেম্বর, ২০২৪ উল্লেখ রয়েছে।
উক্ত তথ্যের সূত্র ধরে যমুনা টিভির ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও যমুনা টিভি’র ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তাছাড়া, যমুনা টিভির পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্টের ভিন্নতা পরিলক্ষিত হয়।
পাশাপাশি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফেসবুক পেজ ও ওয়েবসাইটেও আলোচিত দাবি সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, “পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায়, জুমার নামাজ শেষে মিরপুরে দোয়া, ও মিষ্টি বিতরণ: বিসিবি” শীর্ষক দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Jamuna Television – Facebook Post
- Jamuna Television – Website
- Jamuna Television – Youtube
- Bangladesh Cricket Board- Facebook Page
- Bangladesh Cricket Board- Website
- Rumor Scanner’s Own Analysis