সম্প্রতি, ময়মনসিংহ শহরের প্রান্ত স্পেশালাইজড হাসপাতালে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে দাবিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে দাবি করা হচ্ছে, হাসপাতালটিতে রিসিপশনিস্ট, বিল কাউন্টার এবং হেল্প ডেস্ক পদে নিয়োগ দিচ্ছে।

উক্ত দাবিতে প্রচারিত কিছু ফেসবুক পোস্ট এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রিসিপশনিস্ট, বিল কাউন্টার এবং হেল্প ডেস্ক পদে নিয়োগের জন্য সম্প্রতি প্রান্ত স্পেশালাইজড হাসপাতাল এমন কোনো বিজ্ঞপ্তি দেয়নি বরং উক্ত হাসপাতালের নাম ব্যবহার করে প্রচারিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটিকে হাসপাতালটির পক্ষ থেকে ভুয়া বলে নিশ্চিত করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে প্রান্ত স্পেশালাইজড হাসপাতালের নাম সম্বলিত নিয়োগ বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে বিজ্ঞপ্তিটি প্রকাশের কোনো তারিখ উল্লেখ পাওয়া যায়নি। পরবর্তীতে প্রান্ত স্পেশালাইজড হাসপাতালের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে সংস্থাটির পক্ষ থেকে প্রকাশিত এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি।
তবে উক্ত বিজ্ঞপ্তিটির বিষয়ে হাসপাতালটির ফেসবুক পেজে গত ২৮ আগস্ট প্রকাশিত একটি সতর্কীকরণ পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্টে প্রান্ত স্পেশালাইজড হাসপাতালের সহকারী ম্যানেজার আবুল কালাম জানান, “প্রান্ত ডায়াগনোষ্টিক সেন্টার ও প্রান্ত স্পেশালাইজড হসপিটাল এর কর্তৃপক্ষ কোন ধরণের নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইন কিংবা জাতীয় বা লোকাল পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করিনি। বিধায় আমরা এই ভূয়া সংবাদের প্রতিবাদ করছি। চাকরির আশায় কেউ কারোও সাথে কোন ধরণের টাকা-পয়সা লেনদেন না করার জন্যে অনুরোধ করছি। লেনদেন করিলে কর্তৃপক্ষ দায়ী নয়। আমাদের হট লাইন নাম্বারে যোগাযোগ করে আপনার মতামত কিংবা অভিযোগ করতে পারেন।”
সুতরাং, ময়মনসিংহের প্রান্ত স্পেশালাইজড হাসপাতালের কর্মী নিয়োগের দাবিতে ফেসবুকে প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া।
তথ্যসূত্র
- Pranto Specialized Hospital – Facebook Post