পুলিশের লোগোতে আল্লাহর নাম যুক্ত হয়েছে জানিয়ে প্রথম আলো কোনো ফটোকার্ড প্রকাশ করেনি 

গণ আন্দোলনের প্রেক্ষিতে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংস হামলা, অগ্নিসংযোগ, এবং পুলিশ সদস্যদের হত্যার ঘটনা ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে, থানায় হামলা এবং সহকর্মীদের হত্যার প্রতিবাদে পুলিশ সদস্যরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গিয়েছিলেন। গতকাল ১১ আগস্ট আন্দোলনরত পুলিশ সদস্যদের প্রতিনিধিদলের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বৈঠক করেন। এই বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগো বদলানোর সিদ্ধান্ত হয়। গতকাল এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা।

এই প্রেক্ষাপটে প্রথম আলোর আদলে তৈরি ফটোকার্ডের মাধ্যমে প্রচার করা হচ্ছে যে, পুলিশের লোগো পরিবর্তন করে সেখানে থাকা নৌকা প্রতিকের বদলে আল্লাহর নাম যুক্ত করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পুলিশের লোগো পরিবর্তন করে সেখানে থাকা নৌকা প্রতীকের বদলে আল্লাহর নাম যুক্ত করা হয়নি এবং প্রথম আলোও একই দাবিতে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি।

ভাইরাল হওয়া এই দাবি একটি ফটোকার্ডের মাধ্যমে ছড়ানো হচ্ছে, যা প্রথম আলোর আদলে তৈরি করা হয়েছে এবং সেখানে ১২ আগস্টের তারিখ উল্লেখ রয়েছে। সত্যতা যাচাইয়ের জন্য প্রথম আলোর ফেসবুক পেজে ১২ আগস্ট প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করা হয়, কিন্তু আলোচিত ফটোকার্ডের কোনো অস্তিত্ব সেখানে পাওয়া যায়নি। তবে, প্রথম আলোর পেজে আজ (১২ আগস্ট) ১২টা ২০ মিনিটে প্রকাশিত একটি ফটোকার্ডের সাথে আলোচ্য ফটোকার্ডটির সাদৃশ্য পাওয়া যায়। এটি পর্যবেক্ষণে প্রমাণিত হয় যে, ওই ফটোকার্ডটি বিকৃত করেই আলোচ্য ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

Photocard Comparison: Rumor Scanner.

প্রথম আলোর অনলাইন বিভাগের প্রধান শওকত হোসেন মাসুম রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন যে, এই ফটোকার্ডটি ভুয়া।

এছাড়া অন্যান্য গণমাধ্যমেও এ ধরনের কোনো সংবাদ প্রকাশিত হয়নি। 

সুতরাং, পুলিশের লোগোতে থাকা নৌকা প্রতীক বদলে আল্লাহর নাম যুক্ত করা হয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা এবং আলোচিত দাবিতে প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডটি বিকৃত।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img