প্রধানমন্ত্রী নয়, তাকরিমকে পুরষ্কার-সংবর্ধণা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়-ইসলামিক ফাউন্ডেশন

সম্প্রতি, “বিশ্বজয়ী হাফেজকে পুরুষ্কার দিলেন প্রধানমন্ত্রী | রাষ্ট্রীয় সংবর্ধনা হাফেজ তাকরিমকে। একি বললেন তাকরীম” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে প্রচারিত হচ্ছে।

ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, হাফেজ তাকরিমকে প্রধানমন্ত্রী কর্তৃক পুরষ্কার প্রদানের তথ্যটি মিথ্যা বরং ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন থেকে হাফেজ তাকরিমকে সংবর্ধনা প্রদান করা হয়।

কি-ওয়ার্ড সার্চ পদ্ধতির মাধ্যমে, দেশীয় মূল ধারার গণমাধ্যম সমকাল এর গত ২৭ সেপ্টেম্বর প্রকাশিত “হাফেজ তাকরিমকে সংবর্ধনা দিলো ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন” শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদন থেকে জানা যায় যে, ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায়’ নিজ বিভাগে তৃতীয় স্থান অর্জনকারী সালেহ আহমেদ তাকরিমকে সংবর্ধনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন।

এতে ধর্ম প্রতিমন্ত্রী, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান, তাকরিমের বাবা ও তার মাদ্রাসার অধ্যক্ষ উপস্থিত ছিলেন।

পাশাপাশি, দেশীয় অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্ট এর ফেসবুক পেইজ থেকে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত হাফেজ তাকরিমের সংবর্ধনা অনুষ্ঠানের লাইভ ভিডিও ফুটেজ পাওয়া যায়।

তবে, ভিডিওটি বিশ্লেষণ করে তাকরিমকে প্রধানমন্ত্রী পুরষ্কার প্রদান করছেন এমন কোনো ফুটেজ পাওয়া যায় নি।

অন্যদিকে, Ababiltv22 নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এবছরের ২০ মার্চ প্রকাশিত রাষ্ট্রীয়ভাবে এই প্রথম বিশ্বজয়ী হাফেজদের কে সংবর্ধনা দিল দেখুন Hafez Saleh Ahmed takrim শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

প্রাপ্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, আলোচিত ভিডিও থেকে প্রাপ্ত কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে The Daily Campus থেকে এবছরের ১৯ মে প্রকাশিত খুব কম সংখ্যক জঙ্গি পেয়েছি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের: স্বরাষ্ট্রমন্ত্রী শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায় যে, আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা ও জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

জাতীয় মসজিদ বাইতুল মুকাররম খতিব আল্লামা মুফতি রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু, হাটহাজারী মাদরাসা মহাপরিচালক আল্লামা ইয়াহইয়া প্রমুখ। 

এছাড়াও, হাফেজ তাকরিকমকে প্রধানমন্ত্রী সংবর্ধনা দিয়েছেন এমন কোন সংবাদ ইন্টারনেটে খুঁজে পাওয়া যায় নি। ভিডিও থেকে তারিকের কোনো বক্তব্যও খুঁজে পাওয়া যায় না। 

মূলত, ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায়’ নিজ বিভাগে তৃতীয় স্থান অধিকার করায় ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন থেকে ২৭সেপ্টেম্বর সংবর্ধনা প্রদান করা হয় হাফেজ তাকরিমকে। এর পুর্বেই, অর্থাৎ ২৪ সেপ্টেম্বর থেকেই গত ১৯ মে আয়োজিত “বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা ও জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২২” অনুষ্ঠানের ভিডিও ফুটেজ নিয়ে, তাকরিমকে প্রধানমন্ত্রী পুরষ্কার প্রদান করছে শিরোনামে এবং প্রধানমন্ত্রী এবং তাকরিমের এডিটেড থাম্বনেইল ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে প্রচারিত হচ্ছে।

ইউটিউব ভিডিওর থাম্বনেইল বিভ্রান্তি

থাম্বনেইলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হাফেজ তাকরিমের ছবি যুক্ত করে ক্যাপশনে প্রধানমন্ত্রীর তাকরিমকে পুরষ্কার প্রদানের তথ্য দেওয়া হলেও আদতে ভিডিওটিতে এমন কিছুই ছিলনা। এডিটেড থাম্বনেইল ব্যবহার করে পুরনো ভিডিও যুক্ত করে বিভ্রান্তিকর শিরোনামে ইউটিউবে প্রচার করা হচ্ছে। 

উল্লেখ্য, আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় নিজ বিভাগে তৃতীয় স্থান অধিকারী হাফেজ সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন। অনুষ্ঠানে  ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন প্রধানমন্ত্রী বলেছেন, যত দ্রুত সম্ভব তাকরিমকে সংবর্ধনা দিতে। তাই আমরা আর দেরি করিনি। তাকরিমের সাফল্যে প্রধানমন্ত্রীও খুশি

সুতরাং, হাফেজ তাকরিমকে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন সংবর্ধনা প্রদান করার ঘটনাকে প্রধানমন্ত্রীর তাকরিমকে পুরষ্কার প্রদান করেছে দাবিতে ইউটিউবে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র:

আরও পড়ুন

spot_img