প্রধানমন্ত্রীর ২০১৩ সালের বক্তব্যকে ভারতে মোহাম্মদ (স.) কে কটূক্তির ঘটনায় দেওয়া বক্তব্য দাবিতে প্রচার

সম্প্রতি “বিশ্বনবীকে ভারতে অবমাননা করায় সংসদে প্রধানমন্ত্রীর ধর্ম বিরোধী আলোচনা, নাউজুবিল্লাহ” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে প্রচার করা হয়েছে। 

প্রচারিত ভিডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে শোনা যাচ্ছে-

ইসলামের নামে কথা যারা বলছেন, তারা এই যে একবারে অসত্য তথ্য মানুষের কাছে ঘরে ঘরে গিয়ে বলে আসছে, এটা কোন ধরনের ইসলাম পালন করা আমি জানি না। কারণ ইসলামে তো

ইউটিউবে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে। আর্কাইভ দেখুন এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সংসদে প্রধানমন্ত্রীর উক্ত বক্তব্যটি মহানবি (সা.) কে ভারতে অবমাননা করার ঘটনায় দেওয়া বক্তব্য নয় বরং এটি ২০১৩ সালের ৫ই মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ এবং শাপলা চত্বরে অবস্থান নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা নিয়ে সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের খন্ডিত অংশ।

কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে, ‘Mohammad Ibrahim’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৩ সালের ২০ জুন Sheikh Hasina telling a lie in the Parliament about Hefazat e islam শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ২ মিনিট ১৭ সেকেন্ডের এই ভিডিওটিতে প্রধানমন্ত্রী হেফাজতে ইসলামের ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অবস্থান নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় প্রাণহানি ও পুলিশের ভূমিকা উল্লেখ করে বলেন, “সেদিন যদি ১ লক্ষ বিশ হাজার গুলি চালানো হত তাহলে আশেপাশের বিল্ডিংগুলোতে অবশ্যই গুলির দাগ থাকত। ইসলামের নামে কথা যারা বলছেন, তারা এই যে একবারে  অসত্য তথ্য মানুষের কাছে ঘরে ঘরে গিয়ে বলে আসছে, এটা কোন ধরনের ইসলাম পালন করা আমি জানি না। কারণ ইসলামে তো মিথ্যা বলা মহাপাপ। তিনি বলেন, সেদিন রাতে মাদ্রাসার বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে পুলিশ ধরে বাসে, লঞ্চে তুলে দিয়েছে। এর মধ্যে অনেকে রক্তের দাগ বুঝানোর জন্য গায়ে রঙ মেখে পড়ে ছিল। পুলিশ তাদের ধরা মাত্রই উঠে দৌঁড় দিয়েছে।”

পাশাপাশি ‘Mohammad Hubaib’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ৪ মার্চ শাপলা চত্ত্বরে হেফাজতের  অবস্থা যা বললেন সংসদে প্রধানমন্ত্রী শীর্ষক শিরোনামে ১ মিনিট ৩৫ সেকেন্ডের একটি অডিও ভিজুয়াল পাওয়া যায়। সেখানেও প্রধানমন্ত্রীকে একই বক্তব্য দিতে শোনা যায়। 

মূলত, ২০১৩ সালে কয়েকজন ব্লগার কর্তৃক ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম লংমার্চ ও ঢাকা অবরোধসহ ১৩ দফা কর্মসূচি ঘোষণা করে। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা হয়েছিল ২০১৩ সালের ৫ই মে।

দিনব্যাপী পুলিশের সাথে হেফাজতের নেতাকর্মীদের সংঘর্ষের পর রাতে শাপলা চত্বরে অবস্থানরত নেতাকর্মীদের উচ্ছেদে পুলিশ অভিযান চালায়। এই ঘটনায় নিহতের সংখ্যা আড়াই হাজারের মতো দাবি করেছিল বিভিন্ন রাজনৈতিক দল। পুলিশ বলেছিল, অভিযানের সময় আহত একজন পরে হাসপাতালে মারা গিয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৫ই এবং ৬ই মে দু’দিনে সারাদেশে ২৮ জনের নিহত হওয়ার কথা বলেছিল। এই নিয়ে জাতীয় সংসদে একজন সংসদ সদস্যের বক্তব্যের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের এই অংশটিকে সম্প্রতি ভারতে মহানবি (সা.) কে অবমাননা করায় সংসদে প্রধানমন্ত্রীর ইসলাম বিরোধী আলোচনা করেছেন দাবিতে ইউটিউবে প্রচার করা হয়েছে। 

প্রসঙ্গত, সম্প্রতি এক টেলিভিশন টকশোতে ভারতীয় জনতা পার্টির(বিজেপি) সরকারি মুখপাত্র নূপুর শর্মা মুসলমানদের অন্যতম ধর্মীয় পথনির্দেশক হজরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। উক্ত ঘটনার জেরে ভারতসহ মুসলিম বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় বইছে। ইতোমধ্যে কটূক্তির অভিযোগে নূপুর শর্মাকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে বিজেপি। 

সুতরাং, ২০১৩ সালে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ এবং শাপলা চত্বরে অবস্থান নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা নিয়ে সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের খন্ডিত অংশকে সম্প্রতি ভারতে মহানবি (সা.) কে অবমাননা করায় সংসদে প্রধানমন্ত্রীর ইসলাম বিরোধী আলোচনা করেছেন দাবিতে ইউটিউবে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Mohammed Hubaib Youtube- শাপলা চত্ত্বরে অবস্থান নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা নিয়ে সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর

Mohammad Ibrahim youtube: Sheikh Hasina telling a lie in the Parliament about Hefazat e islam

BBC Bangla: ফিরে দেখা: হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img