অস্ত্রোপচার সফল, পিনাকী মারা যাওয়ার দাবিটি ভুয়া

সম্প্রতি ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি অনলাইন এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য তার ফেসবুক পেজের মাধ্যমে জানান যে হাসপাতালে তার একটি সার্জারি হবে। এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে যে পিনাকী হাসপাতালে অপারেশন টেবিলেই মারা গেছেন।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পিনাকী ভট্টাচার্য মারা যাওয়ার দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইন সাইট ব্যবহার করে প্রকাশিত ভুয়া সংবাদ সত্য দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ফেসবুক পোস্টগুলোর কমেন্টে সূত্র হিসেবে একটি সংবাদের লিংক দেওয়া হয়েছে।  

Screenshot: Facebook 

উক্ত লিংকে প্রবেশ করে দেখা যায়, এটি ব্লগস্পটের বিনামূল্যের ‘আমার দেশ’ নামের একটি ডোমেইন সাইট; যাতে ‘প্রতিবেদন: ফ্রান্সের হাসপাতালে অস্ত্রোপচারের সময় মারা গেলেন পিনাকী ভট্টাচার্য’ শীর্ষক শিরোনামে প্রকাশিত উক্ত প্রতিবেদনটি গত ০৮ মার্চ প্রকাশিত হতে দেখা যায় এবং এটিই আলোচিত দাবিটির সম্ভাব্য উৎস বলে প্রতীয়মান হয়। সাইটটির লোগো হিসেবে জাতীয় দৈনিক আমার দেশ এর লোগো ব্যবহার করা হয়েছে। যদিও গণমাধ্যমটির মূল ওয়েবসাইটে এমন কোনো সংবাদের অস্তিত্ব মেলেনি।

Screenshot: Blogspot site

কথিত সংবাদটি পড়ে দেখা যায়, ০৭ মার্চ পিনাকীর অস্ত্রোপচার হয়। তবে অস্ত্রোপচারের এক পর্যায়ে গুরুতর জটিল সমস্যা দেখা দিলে অপারেশন টেবিলেই মারা যান তিনি। এই সংবাদে দাবি করা হয়, পিনাকীর মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

এ বিষয়ে অনুসন্ধানে পিনাকী ভট্টাচার্যের ফেসবুক পেজেই অস্ত্রোপচার পরবর্তী সময়ের একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে পেজটির এডমিন জানান, পিনাকীর সার্জারী ভালো ভাবেই সম্পন্ন হয়েছে। তাকে রুমে নিয়ে আসা হয়েছে। তিনি ভালো বোধ করছেন। 

অর্থাৎ, পিনাকীর মারা যাওয়ার দাবিটি ভুয়া। তাছাড়া, 
নির্ভরযোগ্য সূত্র থেকে পিনাকীর মৃত্যুতে ড. ইউনূসের
শোক জানানোরও কোনো প্রমাণ মেলেনি।

সুতরাং, অনলাইন এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য মারা গেছেন শীর্ষক দাবিতে প্রচারিত সংবাদটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img