নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনার সাক্ষাৎ দাবিতে পাকিস্তানের ভিন্ন ঘটনার ছবি প্রচার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। এর পর থেকেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই রয়েছেন।

সম্প্রতি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র দুই দেশের সফর শেষ করে ১৫ ফেব্রুয়ারি ভারতে ফিরেছেন। এরপর শেখ হাসিনা নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে গেছেন দাবিতে দুটি ছবি সামাজিক মাধ্যমে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর শেখ হাসিনা মোদীর সাথে দেখা করতে যাওয়ার দাবিটি সঠিক নয় বরং, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার কন্যা মরিয়ম নওয়াজের ভিন্ন দুটি ঘটনার ছবি দিয়ে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

ছবি যাচাই ০১

ছবিটি মূল ধারার গণমাধ্যম ঢাকা ট্রিবিউন এর ওয়েবসইটে ২০১৭ সালের ২ অক্টোবর ‘Ousted Pakistani PM Nawaz Sharif appears before anti-corruption court’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে থাকা ছবির সাথে আলোচিত এই ছবির সাদৃশ্য রয়েছে। 

Comparison: Rumor Scanner

ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, পাকিস্তানের বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে দুর্নীতির অভিযোগে জবাবদিহিতা আদালতে হাজির হবার সময় নিরাপত্তা কর্মকর্তারা তাকে বহনকারী একটি গাড়ি (থ্রিএল) এসকর্ট করে নিয়ে যাচ্ছেন – এএফপি। 

অর্থাৎ, ছবিটি শেখ হাসিনার গাড়ি বহরের নয়। 

ছবি যাচাই ০২

ছবিটি ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’ এর ওয়েবসইটে ২০১৭ সালের ১৯ অক্টোবর প্রকাশিত ‘Pakistan´s ex-PM Nawaz Sharif faces corruption charges over Panama Papers leak’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে থাকা ছবিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত এই ছবির মিল খুঁজে পাওয়া যায়।

Comparison: Rumor Scanner

ছবিটির ক্যাপশন থেকে বলা হয়, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ ইসলামাবাদের ইসলামাবাদে একটি জবাবদিহি আদালতে পৌঁছান (বিকে বাঙ্গাশ/এপি)

অর্থাৎ, এই ছবির সাথেও আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।

তাছাড়া, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর শেখ হাসিনা নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে গেছেন কিনা জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার কন্যার ভিন্ন দুটি ঘটনার ছবি দিয়ে সম্প্রতি নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর শেখ হাসিনা মোদীর সাথে দেখা করতে গেছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img