সম্প্রতি, ভাইরাল মিম ডগ বা কুকুর চিমস মারা যাওয়ার খবরে কতিপয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চিমস দাবিতে একটি কুকুরের ছবি প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে গণমাধ্যমের খবর দেখুন সময় টিভি (ফেসবুক), চ্যানেল২৪ (ফেসবুক), চ্যানেল আই, কুমিল্লার কাগজ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (ফেসবুক), দেশটিভি, ঢাকা পোস্ট, জাগোনিউজ২৪ (ফেসবুক), দৈনিক সরোবর, বাংলাদেশ জার্নাল, নিউজনাউ২৪, বিজনেস পোস্ট, জুম বাংলা, জবাবদিহি, স্টার গল্প (ফেসবুক)।
গণমাধ্যমের ফেসবুক পেজসহ ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চিমস দাবিতে যে কুকুরের ছবি প্রচার করা হয়েছে সেটি চিমস নয় বরং কাবোসু নামে জীবিত আরেক মিম কুকুরের ছবিকে চিমস দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে ইন্সটাগ্রামে kabosumama নামের একটি ভেরিফাইড অ্যাকাউন্টে ২০২১ সালের ০৭ জুন প্রকাশিত একটি পোস্টে ছবিটি খুঁজে পাওয়া যায়।
এই পোস্ট থেকে জানা যায়, কুকুরটির নাম কাবোসু (Kabosu)। অ্যাকাউন্টটি কুকুরটির মালিক পরিচালনা করছেন। এই কুকুরের এই ছবিটি ভাইরাল হয়ে মিমডগ নামে খ্যাতি পেয়েছে কাবোসু।
কুকুরটির বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম The Guardian এর ওয়েবসাইটে ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ১৭ বছর বয়সী কাবুসো সেসময় লিউকেমিয়া এবং লিভার ডিজিজে আক্রান্ত ছিল।
পরবর্তীতে তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে জানতে কাবুসোর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখে রিউমর স্ক্যানার টিম।
গতকাল (১৯ আগস্ট) প্রকাশিত এক পোস্টে হাসপাতাল থেকে ফেরার পথে কাবুসোর কিছু ছবি পোস্ট করা হয়েছে। পোস্টে তার শারীরিক অবস্থার বিষয়ে কোনো তথ্য না দেওয়া হলেও কুকুরটি যে এখনো অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে সে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ইনস্টাগ্রামের পাশাপাশি কুকুরটির বিষয়ে নিয়মিত একটি ব্লগসাইটেও আপডেট দেওয়া হচ্ছে।
অর্থাৎ, মারা যাওয়ার দাবিতে চিমস নামে যে কুকুরটির ছবি প্রচার করা হয়েছে সেটি চিমসের ছবি নয়। বরং ছবির কুকুরটির নাম কাবোসু। সে এখনো বেঁচে আছে।
চিমস এর বিষয়ে অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম NDTV এর ওয়েবসাইটে আজ (২০ আগস্ট) সকালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, চিমস (Balltze নামে পরিচিত) নামের কুকুরটি ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ১৮ আগস্ট মারা গেছে। কুকুরটির মালিক ইন্সটাগ্রামে বিষয়টি জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। Balltze ও ভাইরাল মিম ডগ হিসেবে খ্যাতি পেয়েছিল।
পরবর্তীতে ইন্সটাগ্রামে balltze নামে একটি ভেরিফাইড অ্যাকাউন্টে কুকুরটির মৃত্যু বিষয়ক পোস্টটি খুঁজে পাওয়া যায়৷
অর্থাৎ, মারা যাওয়া কুকুরের দাবিতে ভিন্ন এক কুকুরের ছবি ছড়িয়ে পড়েছে।
মূলত, গত ১৮ আগস্ট ভাইরাল মিম কুকুর ‘চিমস’ মারা যাওয়ার খবরে কতিপয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চিমস দাবিতে একটি কুকুরের ছবি প্রচার করা হয়েছে। কিন্তু রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, উক্ত ছবিটি চিমসের নয়। কাবোসু নামে জীবিত একটি মিম কুকুরের ছবিকে চিমস দাবিতে প্রচার করা হয়েছে।
সুতরাং, কাবোসু নামে জীবিত একটি মিম কুকুরের ছবিকে সদ্য মারা যাওয়া আরেক মিম কুকুর চিমস দাবিতে গণমাধ্যমে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- kabosumama: Instagram post 2011
- kabosumama: Instagram post 19 August
- The Guardian: Dog that inspired ‘Doge’ meme has leukemia and liver disease, owner says
- NDTV: Cheems, One Of The Most Viral Dogs On Internet, Dies
- balltze: Instagram post
সংশোধন / Correction
২১ আগস্ট, ২০২৩ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়েও কতিপয় গণমাধ্যমে একই দাবি প্রচার করার প্রেক্ষিতে সেসব গণমাধ্যমকেও দাবি হিসেবে প্রতিবেদনে যুক্ত করা হলো।