সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাঈদ নিহত হলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কোটা সংস্কার আন্দোলন ব্যাপকতা লাভ করে। এ সময় বিশ্ববিদ্যালয়গুলোর হলগুলোতে অবস্থানরত ছাত্রলীগ কর্মীদের মারধর ও তাদের রুম ভাঙচুর করে আন্দোলনকারীরা। উক্ত ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী তিলোত্তমা সিকদার শিক্ষার্থীদের হাতে লাঞ্চিত হয়েছেন দাবিতে তার আহত অবস্থার ছবি দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি তিলোত্তমা সিকদারের নয়। বরং, তিলোত্তমা সিকদারের আহত অবস্থার ছবি দাবিতে প্রচারিত ছবিটি সাদি সত্যা নামের একজন ভারতীয় ইন্সটাগ্রাম মডেলের। সাদি সত্যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানা যায়, তিনি ভারতের তামিল নাড়ু রাজ্যের কোয়েম্বাটুর শহরের অধিবাসী। আলোচিত ছবিটি মূলত তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ৩ জুন প্রচারিত একটি ভিডিও থেকে নেওয়া হয়েছে। তবে ভিডিওটির কোথাও তিনি উল্লেখ করেননি কীভাবে তার শারীরিক অবস্থা এমন হয়েছে।
সুতরাং, আন্দোলনকারীদের হাতে লাঞ্চিত হওয়ার পরবর্তী সময়ের ধারণ করা ছাত্রলীগ নেত্রী তিলোত্তমা সিকদারের ছবি দাবিতে ভারতীয় নারীর ছবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- SADIE SATHYA Instagram Account: Life is full of challenges and surprises
- Rumor Scanner’s Own Analysis