দেশের ৯৯ ভাগ মানুষ সরকারের পরিবর্তন চায় শীর্ষক মন্তব্যটি একাত্তর টিভির নয়, মির্জা ফখরুলের

সম্প্রতি, সত্যি তুলে ধরার জন্য ৭১ টিভিকে ধন্যবাদ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। 

৯৯ ভাগ

যা দাবি করা হচ্ছে 

একাত্তর টিভি বলেছে, দেশের ৯৯ ভাগ মানুষ যখন সরকারের পরিবর্তন চায় তখন সরকার সন্ত্রাসী কায়দায় বিএনপির বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। যুবলীগ ছাত্রলীগকে দিয়ে সংঘাত তৈরির পায়তারা করছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ভিডিওর মন্তব্য ঘরে অনেকেই ভিডিওটিকে একাত্তর টিভির নিজস্ব মতামত মনে করছেন।

Collage: Rumor Scanner

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটিতে সংবাদ পাঠিকার কথা গুলো সংবাদ পাঠিকা কিংবা একাত্তর টিভির নিজস্ব মতামত নয় বরং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া এক বক্তব্যের বরাতে পরিবেশিত সংবাদের একটি অংশ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে কাট করে উক্তদাবিতে ভিডিওটি প্রচার করা হয়েছে।

ভিডিওটির সত্যতা যাচাইয়ের জন্য প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে গত ২৪ জুলাই ‘বিএনপির সমাবেশে সংঘাতের শঙ্কা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Comparison: Rumor Scanner

একাত্তর টিভির সংবাদ প্রতিবেদনটির প্রথম দশ সেকেন্ড উক্ত দাবিতে প্রচারিত ভিডিওর সাথে হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটিতে সংবাদ উপস্থাপিকা বলেন, ‘দেশের ৯৯ ভাগ মানুষ যখন সরকারের পরিবর্তন চায় তখন সরকার সন্ত্রাসী কায়দায় বিএনপির বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। যুবলীগ ছাত্রলীগকে দিয়ে সংঘাত তৈরির পায়তারা করছে। নয়াপল্টনে এক সভায় এক অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন এই পরিস্থিতে সংঘাত হলে এর দায় আওয়ামী লীগকেই নিতে হবে।’

ভিডিওটি থেকে আরও জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঢাকার নয়া পল্টনে সরকার পতনের এক দফা এক দাবি আদায়ের অংশ হিসেবে ৬ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন দুইশতাধিক বীর মুক্তিযোদ্ধা। 

একই সময়ে বিএনপি কার্যালয়ের তৃতীয় তলায় গত ২৭ জুলাইয়ের তারিখে বিএনপির মহাসমাবেশের প্রস্তুতি সভা চলছিলো। সভায় মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ তো এখন হরতাল ভাঙ্গার দলে পরে গিয়েছে। তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। দেশের ৯৯ ভাগ মানুষ সরকার পতন চায় এবং তারা এ আন্দোলনে জড়িত হয়ে পড়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারী আপনারা যারা আছেন এই আন্দোলনের সাথে একাত্ত্বতা করা উচিত।

একই তথ্যে গত ২৪ জুলাই মূলধারার বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের ইউটিউব চ্যানেলে “দেশের ৯৯ ভাগ মানুষ সরকারের পরিবর্তন চায়: মির্জা ফখরুল” শীর্ষক শিরোনামে সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়।

অর্থাৎ, আলোচিত মন্তব্যটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

মূলত, গত ২৪ জুলাই নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকার পতনের এক দফা এক দাবি আদায়ের অংশ হিসেবে দুইশতাধিক বীর মুক্তিযোদ্ধা ৬ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন। একই সময়ে বিএনপি কার্যালয়ের তৃতীয় তলায় গত ২৭ জুলাইয়ের তারিখ অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশের প্রস্তুতি সভা চলছিল।। সেই সভায় মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ তো এখন হরতাল ভাঙ্গার দলে পরে গিয়েছে। তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। দেশের ৯৯ ভাগ মানুষ সরকার পতন চায় এবং তারা এ আন্দোলনে জড়িত হয়ে পড়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারী আপনারা যারা আছেন এই আন্দোলনের সাথে একাত্ত্বতা করা উচিত। উক্ত ঘটনা এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়ে সেসময় মূলধারার বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভিতে সংবাদ প্রকাশিত হয়। একাত্তর টিভিতে প্রকাশিত সেই সংবাদের ‘দেশের ৯৯ ভাগ মানুষ যখন সরকারের পরিবর্তন চায় তখন সরকার সন্ত্রাসী কায়দায় বিএনপির বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। যুবলীগ ছাত্রলীগকে দিয়ে সংঘাত তৈরির পায়তারা করছে।’ শীর্ষক অংশ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কাট করে উক্ত মন্তব্যটি একাত্তর টিভি’র নিজস্ব মতামত দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

প্রসঙ্গত, পূর্বে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নোবেল পাওয়ার যোগ্য শীর্ষক মন্তব্য দৈনিক যুগান্তরের দাবিতে ইন্টারনেটে  প্রচার করা হলে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, দেশের ৯৯ ভাগ মানুষ যখন সরকারের পরিবর্তন চায় দাবিতে একাত্তর টিভি’র নামে প্রচারিত এই ভিডিওটি এডিটেড বা বিকৃত।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img