সম্প্রতি ‘পটুয়াখালী পায়রা গঞ্জ নদীতে পড়ে গেছে যাত্রীসহ বাস!’ ক্যাপশনে একটি বাস দুর্ঘটনার ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পটুয়াখালীতে কথিত পায়রা গঞ্জ নদীতে যাত্রীসহ বাস পড়ে সংঘটিত দুর্ঘটনা দাবিতে প্রচারিত ভিডিও আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় ভুয়া ভিডিওটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে Cozyclouds1 নামক ফেসবুক পেজে গত ২৯ জুন প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশনে এটিকে খরস্রোতা নদীতে পড়ে বাস দুর্ঘটনার ভিডিও বলে উল্লেখ করা হয়৷ ভিডিওটিতে ‘AI Info’ লেবেল যুক্ত করা আছে, যার অর্থ হলো ভিডিওটির পোস্টদাতা নিজেই এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি বলে চিহ্নিত করেছেন।

Cozyclouds1 নামক ফেসবুক পেজটির ডেসক্রিপশন পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নির্মিত কন্টেন্ট প্রচার করে।
পরবর্তীতে, একই নামে ‘Cozyclouds1’ নামক ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে প্রচারিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটির ডেসক্রিপশনেও এটিকে এআই কন্টেন্ট নির্মাতা বলে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, পটুয়াখালী জেলায় পায়রা নামক একটি নদী রয়েছে এবং পটুয়াখালী-মির্জাগঞ্জ সড়কের পায়রা নদীর কাছাকাছি পায়রাকুঞ্জ নামক এলাকা রয়েছে। কিন্তু পটুয়াখালীরে পায়রা গঞ্জ নামক কোনো নদী বা স্থান নেই।
সুতরাং, পটুয়াখালীতে কথিত ‘পায়রা গঞ্জ’ নদীতে পড়ে যাত্রীবাহী বাস দুর্ঘটনার ভিডিও দাবিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নির্মিত ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Cozyclouds1 – Facebook Post
- Cozyclouds1 – Instagram Post