সম্প্রতি “পাবনায় ১২ কেজি গাঁজাসহ পুলিশের এসআই আটক ” শীর্ষক শিরোনামে একটি সংবাদ কিছু ভূইফোঁড় পোর্টালে প্রকাশের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পুলিশের এসআই আটকের ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি ২০২১ সালের একটি ঘটনা।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, দেশীয় মূলধারার সংবাদ মাধ্যম ‘Bangla news 24’ এর ওয়েবসাইটে ২০২১ সালের ২৮ এপ্রিল “১২ কেজি গাঁজাসহ পাবনা সদর থানার এসআই আটক” শীর্ষক শিরোনামে আলোচিত ঘটনাটি নিয়ে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে কিওয়ার্ড সার্চের মাধ্যমে উক্ত ঘটনা নিয়ে সে সময়ে দেশীয় মূলধারার একাধিক সংবাদমাধ্যমে (যুগান্তর, ডিবিসি নিউজ, News Bangla24, ইত্তেফাক এবং বাংলা ট্রিবিউন) প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
মূলত, ২০২১ সালের ২৬ এপ্রিল ১২ কেজি গাঁজাসহ পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ওছিম উদ্দিনকে আটক করে পুলিশ। উক্ত ঘটনাটিকে সাম্প্রতিক সময়ে কোনো তারিখ উল্লেখ ছাড়াই কিছু বেনামী ভূইফোঁড় পোর্টালে পুনরায় প্রকাশের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
অর্থাৎ, এক বছরের বেশি সময়ের পুরোনো একটি সংবাদকে অপ্রাসঙ্গিকভাবে ভূইফোঁড় অনলাইনে পোর্টালে প্রকাশের মাধ্যমে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Bangla news 24: ১২ কেজি গাঁজাসহ পাবনা সদর থানার এসআই আটক
- Jugantor: ১২ কেজি গাঁজাসহ এসআই ওছিম গ্রেফতার
- DBC News: ১২ কেজি গাঁজাসহ এসআই আটক
- News Bangla 24: থানার নিজের ক্যাবিনেটে ১২ কেজি গাঁজা, এসআই গ্রেপ্তার
- Ittefaq News: গাঁজাসহ পুলিশের এসআই আটক
- Bangla Tribune News: অভিযানে জব্দ করা গাঁজা নিয়ে ব্যবসা, এসআই জেল হাজতে