কুমিল্লায় সেনাবাহিনীর মব দমনের দৃশ্য দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, ‘কুমিল্লায় সমন্বয়করা মব সৃষ্টি করতে গেলে সেনাবাহিনী তাদের ধরে ফেলে এবং কড়া ডোজের থেরাপি দেয়’ শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক পরিহিত কিছু ব্যক্তি একটি ব্রীজের উপর গড়াগড়ি খাচ্ছে, এবং তাদের কয়েকজনকে সেনাসদস্য পেটাচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক মারধরের কোনো ঘটনার নয়। বরং, অন্তত ২০২১ সালের এপ্রিল থেকে ইন্টারনেটে বিদ্যমান একটি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘ABIDUR ISLAM SHAJIB’ নামক ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ১৮ এপ্রিল ‘Bangladesh Army Punishment // বাংলাদেশ সেনাবাহিনীর শাস্তি’ ক্যাপশনে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

এছাড়াও, ‘TV TIME Live’ নামক ফেসবুক পেজে ২০২১ সালের ১ জুলাই ‘একটু লকডাউন দেখতে বের হয়েছে-যশোর। ঘরে থাকুন সুস্থ থাকুন’ ক্যাপশনে ভিডিওটি  প্রচার করতে দেখা যায়।

এছাড়াও, একই বছরের জুলাইয়ের ১ তারিখ ‘Jm Khan’ নামক ফেসবুক পেজ থেকে ‘শার্টডাউন হচ্ছে টেলার নাম বাবাজি… তেমন কিছু না বন্ধুরা মিলে একটু ঘুরতে বের হয়েছিলাম’ (বানান অপরিবর্তিত) এবং ‘ফ্রুটিকাツ’ নামক পেজ থেকে ‘বন্ধুরা মিলে সবাই ঘুরতে গেছিলো , বাকিটা ইতিহাস’ ক্যাপশনে প্রচার করতে  দেখা যায়।

উল্লিখিত সূত্রগুলোর কোনোটিতেই ভিডিওটি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্যের উল্লেখ নেই। ভিডিও আপলোডের সময়কাল ও ক্যাপশনগুলো পর্যবেক্ষণ করে ধারণা করা যায় যে, ভিডিওগুলো ২০২১ সালে করোনা মহামারী চলাকালীন সময়ের। ভিডিওটি কোন স্থানের কিংবা কবে ধারণ করা তা নিশ্চিত না হওয়া গেলেও এটি নিশ্চিত যে এটি একটি পুরোনো ভিডিও। স্বাভাবিকভাবেই ভিডিওটির সাথে জুলাই আন্দোলন কিংবা বর্তমান সময়ের সম্পৃক্ততা নেই।

সুতরাং, অন্তত ২০২১ সালের এপ্রিল থেকে ইন্টারনেটে বিদ্যমান একটি ভিডিওকে সম্প্রতি কুমিল্লায় সমন্বয়করা মব সৃষ্টি করতে গেলে সেনাবাহিনী তাদের ধরে কঠোর শাস্তি দিয়েছে দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img