শেখ হাসিনার মামলা পরিচালনাকারী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অগ্নিসংযোগের দাবিটি ভুয়া

সম্প্রতি, শেখ হাসিনার বিচারিক ট্রাইব্যুনাল আদালতে আগুন- দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলা পরিচালনাকারী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, গত বছরের ডিসেম্বর মাসে সচিবালয়ে আগুন লাগার দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। 

অনুসন্ধানে ‘Abdul Kaiyum’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত বছরের ২৬ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

উক্ত ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, প্রচারিত ভিডিওটি সচিবালয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনার।

উল্লিখিত পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে কালের কণ্ঠের ফেসবুক পেজে একই তারিখে প্রচারিত একটি লাইভ পাওয়া যায়। উক্ত লাইভে সচিবালয়ের যে ভবনে আগুন লাগার দৃশ্য দেখানো হয়েছে সেটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে থাকা ভবনের মিল রয়েছে। 

Screenshot: Kaler Kantho Facebook Page   

এ বিষয়ে ইত্তেফাক এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ২৬ ডিসেম্বর দিবাগত রাত ২ টার দিকে সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, গত বছরের ডিসেম্বরে সচিবালয়ে আগুন লাগার ভিডিওকে সম্প্রতি শেখ হাসিনার বিচার পরিচালনাকারী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগুন লেগেছে দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img