ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ০৫ আগস্ট ক্ষমতা হারায় শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। গত ০৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে ঢাকার জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে।
এরই প্রেক্ষিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হয়, এটি সমাবেশে যাওয়ার উদ্দেশ্যে ঢাকার প্রবেশ পথে ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের ভিডিও।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এই ভিডিওটি শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গুলিস্তান জিরো পয়েন্টে ছাত্রলীগের নেতাকর্মীদের যোগ দিতে যাওয়ার ঘটনার নয় বরং, ২০২৩ সালের পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওটির ডানপাশের কোণে মূলধারার অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্টের লোগো প্রদর্শিত হতে দেখা যায়। এর সূত্র ধরে গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের পহেলা সেপ্টেম্বর ‘মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।
Video Comparison by Rumor Scanner
জানা যায়, এটি ২০২৩ সালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছাত্রসমাবেশের ঘটনার ভিডিও।
২০২৩ সালের পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এই ছাত্রসমাবেশের বিষয়টি সে সময় মূলধারার একাধিক (১, ২, ৩) গণমাধ্যমে প্রচার হয়।
উল্লেখ্য, শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ কর্মসূচির ঘটনায় ০৯ নভেম্বর রাতে দুজনকে ছাত্রলীগের কর্মী সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে বিক্ষোভ কর্মসূচি প্রতিহত করতে আসা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। তাছাড়া, ১০ নভেম্বর জিরো পয়েন্ট এলাকায় আওয়ামী লীগের কর্মী সন্দেহে নারীসহ বেশ কয়েকজনকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএনপি ও যুবদলের কর্মীরা। এছাড়াও রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’স্লোগান দিয়ে মারধরের শিকার হয়েছেন এক প্রবীণ।
সুতরাং, ২০২৩ সালের ছাত্রলীগের ছাত্র সমাবেশের পুরোনো ভিডিওকে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগের কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীদের যোগ দিতে যাওয়ার ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Dhaka Post: মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা
- Rumor Scanner’s Own Analysis