ঢাকায় আওয়ামী লীগের সমাবেশের দৃশ্য দাবিতে আগস্টের ভিন্ন ঘটনার ভিডিও প্রচার 

গত ৫ আগস্ট ছাত্র ও জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। দেশের রাজনৈতিক অঙ্গনে এই পরিবর্তনের প্রেক্ষিতে আজ ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। এরই প্রেক্ষিতে আজকের কর্মসূচি উপলক্ষে ঢাকার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নূর হোসেন দিবস উপলক্ষে ঢাকায় আওয়ামী লীগের মিছিলের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি আজকের নয় বরং, গত আগস্টে গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ মিছিলের দৃশ্যকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

অনুসন্ধানে ‘arnobapon01’ নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত ১২ আগস্ট প্রকাশিত একটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

উক্ত পোস্টের ক্যাপশনে বলা হয়, লড়াই করেই আমাদের বাঁচতে হবে নিজেদের পায়ের মাটি নিজের এই শক্ত করতে হবে একদিন জয় হবেই সনাতনীর।

একই তারিখে ‘RIFAT Chawdhury 009’ নামক একটি ফেসবুক পেজ থেকে একই ভিডিও যুক্ত করে প্রকাশির একটি পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে বলা হয়, ভিডিওটি গত ১২ আগস্ট গোপালগঞ্জ কলেজ রোডের। 

পরবর্তী অনুসন্ধানে প্রথম আলো’র ওয়েবসাইটে গত ১২ আগস্ট “গোপালগঞ্জে আট দফা দাবিতে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ–সমাবেশ” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ১২ আগস্ট গোপালগঞ্জ বাজার ব্রিজ থেকে এলজিইডির মোড় পর্যন্ত সারা দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা বন্ধ, হামলাকারীদের গ্রেপ্তার, বিচার ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণসহ আট দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এ কর্মসূচির আয়োজন করে গোপালগঞ্জের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়। 

সুতরাং, গত আগস্টে গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ মিছিলের দৃশ্যকে নূর হোসেন দিবস উপলক্ষে ঢাকায় আওয়ামী লীগের মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img