গত ২৭ এপ্রিল থেকে, “আজ রাঙামাটিতে ইউপিডিএফ ও আরাকান বাসী বাঙালিদের উপর হামলা চালায়” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হতে দেখা যায়। ভিডিওটিতে একটি পাহাড়ি নদীর পাড়ে নৌকা ভিড়তে এবং সেখান থেকে কিছু যুবক নেমে পাড়ে থাকা অন্যদের সঙ্গে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়াতে দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি রাঙামাটিতে ইউপিডিএফ ও আরাকানবাসীর বাঙালিদের ওপর হামলার ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এটি গত বছরের ৬ আগস্ট ইউপিডিএফের এক কর্মসূচিকে কেন্দ্র করে রাঙামাটিতে জেএসএস ও ইউপিডিএফ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ভিডিও।
আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণে দেখা যায়, এতে ‘Pahar24 Digital’ নামের একটি জলছাপ রয়েছে। এ সূত্র ধরে ‘Pahar24 Digital’ নামের একটি ফেসবুক পেজে গত বছরের ৬ আগস্ট প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটির শিরোনামে দাবি করা হয়, এটি রাঙামাটি শহরের রাজবাড়ী এলাকায় ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে সংঘর্ষের দৃশ্য।

এই বিষয়টির সূত্র ধরে চট্টগ্রাম ভিত্তিক গণমাধ্যম সিভয়েস২৪ এর ওয়েবসাইটে গত বছরের ৬ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সেদিন রাঙামাটিতে ইউপিডিএফের কর্মসূচিকে কেন্দ্র করে জেএসএস ও ইউপিডিএফ নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন, যার ফলে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ঘরে ফিরে যান এবং শহরে নিরাপত্তা বাহিনী টহল দেয়।
একই বিষয়ে যুগান্তরের একটি প্রতিবেদন থেকে জানা যায়, একপর্যায়ে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটলে উভয়পক্ষের ১০ থেকে ১২ আহত হন। পরে সেনাবাহিনী উভয় দলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সুতরাং, গত বছরের আগস্টে রাঙামাটিতে জেএসএস ও ইউপিডিএফ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ভিডিওটিকে সম্প্রতি রাঙামাটিতে বাঙালিদের ওপর হামলার দৃশ্য বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Pahar24 Digital: Facebook Post
- Cvoice24: রাঙামাটিতে ইউপিডিএফ-জেএসএস মুখোমুখি
- Jugantor: রাঙামাটিতে ইউপিডিএফ ও জেএসএস সংঘর্ষ