সম্প্রতি, ‘এই মুহুর্তে গভীর রাতে সচিবালয়ে সেনাবাহিনী ব্যাপক গুলি করছে। সচিবালয়ের ভিতরে অনেককে আটক করা হয়েছে।’ দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সচিবালয়ের নয়। সাম্প্রতিক সময়ে সচিবালয়ে সেনাবাহিনীর গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, গত মার্চ মাসে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ‘অস্বাভাবিক ভাবে’ এক নারীর মৃত্যুর অভিযোগে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে ফাঁকাগুলি ছোড়ে যৌথবাহিনী। সেই সময়কার দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে ‘JagoComilla.com’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ২২ মার্চ প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যের সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, এটি কুমিল্লা মেডিকেলে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজন-শিক্ষার্থীদের সাথে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষের ঘটনার ভিডিও। সেসময় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ফাঁকা গুলি করেছে বলেও জানা যায়।
উল্লেখিত পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে আলোচিত বিষয়ে ইনডিপেনডেন্ট টিভির ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ২১ মার্চ রাত সাড়ে ১১টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে খবর সংগ্রহ করতে গিয়ে যমুনা টেলিভিশন ও চ্যানেল টুয়েন্টিফোরের রিপোর্টারসহ চার সাংবাদিক হামলার শিকার হয়েছিল। অভিযোগ উঠেছিল, ‘অস্বাভাবিক ভাবে’ এক নারীর মৃত্যুর অভিযোগে তথ্য সংগ্রহ করতে গিয়ে এই হামলার শিকার হন তারা। এ সময় রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। পরে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে ফাঁকাগুলি ছোড়ে যৌথবাহিনী।
একই তথ্যে সংবাদ প্রকাশ করে প্রথম আলো, কালের কণ্ঠ এবং সময় টিভি।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য গণমাধ্যম কিংবা অন্য কোনো বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
সুতরাং, কুমিল্লার ভিন্ন ঘটনার ভিডিওকে সচিবালয়ে সেনাবাহিনীর গুলাগুলির দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।