গত ০৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা হারায় শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার৷ গত ০৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। ক্ষমতা হারানোর পরই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা৷ এরপর থেকে তাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জ, ঢাকা, চট্টগ্রামসহ দেশের কয়েকটি এলাকায় বিছিন্নভাবে কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগসহ এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা।
সম্প্রতি, ‘শুরু হয়ে গেছে, হামলা-মামলা দিয়ে আমাদের জয় বাংলা স্লোগান রুখতে পারবে না, স্লোগানে কাঁপছে সিলেট’ শীর্ষক ক্যাপশনে একটি মিছিলের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটিতে ‘জয় বাংলা, লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, দিয়েছি তো রক্ত, আরও দিব রক্ত, রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ শীর্ষক স্লোগান দিতে শোনা যায়।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে সিলেটে ছাত্রলীগের মিছিলের ঘটনার নয়, বরং ভিডিওটি অন্তত ২০২২ সাল থেকে ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।
অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে ‘Times Of Sylhet’ নামক একটি ফেসবুক পেজ থেকে ২০২২ সালের ১৫ আগস্ট প্রচারিত একটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে।
উক্ত ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, সিলেট জেলা ছাত্রলীগের মিছিলের দৃশ্য এটি।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি পুরোনো। এর সাথে সাম্প্রতিক সময়ে সিলেটে ছাত্রলীগের মিছিলের দাবির কোনো সম্পর্ক নেই।
উল্লেখ্য, গতকাল ১৮ নভেম্বর সকালে সিলেট নগরের পূর্ব দরগাহ গেট এলাকায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি ব্যানার নিয়ে মুখে মাস্ক পরে মিছিল করেছেন কয়েকজন তরুণ। এ ঘটনায় গতকাল রাতে সিলেট বিমানবন্দর থানা ছাত্রলীগের সহসভাপতি রাকিবুল হাসান ও সহসাংগঠনিক সম্পাদক মিঠুন দেবনাথকে গ্রেফতার করেছে র্যাব।
সুতরাং, সিলেট জেলা ছাত্রলীগের পুরোনো মিছিলের ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Times Of Sylhet- Facebook Post
- Rumor Scanner’s Own Analysis