অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও “অপশাসন-নির্যাতনের” প্রতিবাদে গত ২৮ জানুয়ারি রাতে আওয়ামী লীগের ফেসবুক পেজে ফেব্রুয়ারি মাসজুড়ে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা করা হয়। কর্মসূচিগুলোর মধ্যে একটি ছিল ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৭ ফেব্রুয়ারি থেকে একটি বিক্ষোভ মিছিলের দৃশ্য প্রচার করে দাবি করা হয়েছে, এটি কক্সবাজার ঈদগাঁওয়ে হরতালকে সফল করার বার্তা নিয়ে রাজপথে আওয়ামী লীগ এর মিছিলে বাধাকে কেন্দ্র করে ভুয়া ভুয়া স্লোগানে পুলিশকে মিছিলকারী সমর্থকদের দ্বারা ধাওয়া দেওয়ার দৃশ্য।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয় বরং এটি অন্তত ছয় মাসের পূর্বের পুরোনো ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলোতে থাকা ভিডিওটি পর্যবেক্ষণ করলে এতে Gcox TV এর লোগো লেখা যায়।
পরবর্তী অনুসন্ধানে ‘Gcox TV / জি কক্স টিভি’ নামের কক্সবাজারের একটি স্থানীয় সংবাদমাধ্যমের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০২৪ সালের ৬ আগস্টে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে প্রচারিত ভিডিওটির তুলনা করলে সাদৃশ্য পাওয়া যায়।

ভিডিওটির ক্যাপশনে ভিডিওটি সম্পর্কে বলা হয়, “ঈদগাঁওতে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে টিকতে পারেনি আ’লীগ,যুবলীগ,ছাত্রলীগ”।
অর্থাৎ ভিডিওটি অন্তত ৬ মাস আগের জুলাই আন্দোলনের সময়কালের ভিডিও, সাম্প্রতিক কোনো ঘটনার নয়।
সুতরাং, অন্তত ৬ মাস পুরোনো একটি ভিডিও প্রচার করে ১৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগের হরতাল উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি বা সাম্প্রতিক সময়ে কক্সবাজারে বিক্ষোভ মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Gcox TV / জি কক্স টিভি – Facebook Post