সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও বৈশাখী টিভির সংবাদের দুইটি ফুটেজ প্রচার করে সম্প্রতি দাবি করা হচ্ছে, দুই মাসের মধ্যে দেশের সব আদালতের এজলাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদের ফুটেজ ব্যবহার করে উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদের ফুটেজ ব্যবহার করে উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি প্রায় ৩ লক্ষ বার দেখা হয়েছে এবং প্রায় ৩৮ হাজারটি পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে লাইক দেওয়া হয়েছে।
বৈশাখী টিভির সংবাদের ফুটেজ ব্যবহার করে উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত সংবাদ ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, প্রায় ৫ বছর পূর্বে ২০১৯ সালে হাইকোর্টের দেওয়া একটি নির্দেশের প্রেক্ষিতে সেসময়ে প্রচার করা সংবাদ প্রতিবেদনে দৃশ্যের। প্রকৃতপক্ষে সাম্প্রতিক সময়ে হাইকোর্ট থেকে এরকম কোনো নির্দেশ দেওয়া হয়নি।
এ বিষয়ে অনুসন্ধানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদের ফুটেজ ব্যবহার করে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২৯ আগস্টে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। “আদালতকক্ষে জাতির জনকের ছবি টাঙানোর নির্দেশ” শিরোনামে প্রকাশিত উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত উক্ত ভিডিওটির হুবহু সাদৃশ্য পাওয়া যায়৷ ভিডিওটি থেকে জানা যায়, সেসময় দুই মাসের মধ্যে দেশের সব আদালতের এজলাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
একই পদ্ধতিতে বৈশাখী টিভির সংবাদের ফুটেজ ব্যবহার করে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে বৈশাখী টিভির ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২৯ আগস্টে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। “সব আদালতে বঙ্গবন্ধুর ছবি টানানোর নির্দেশ” শিরোনামে প্রকাশিত উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত উক্ত ভিডিওটির হুবহু সাদৃশ্য পাওয়া যায়৷ ভিডিওটি থেকে জানা যায়, সেসময় দুই মাসের মধ্যে দেশের সব আদালতকক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মূলধারার গণমাধ্যম প্রথম আলো ও জাগোনিউজ২৪ এর ওয়েবসাইটে ২০১৯ সালের ২৯ আগস্টে প্রকাশিত সংবাদ প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। সংবাদ প্রতিবেদনগুলোতে বলা হয়, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাংলাদেশের উচ্চ আদালতসহ সব আদালতে টাঙানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের এই নির্দেশনা বাস্তবায়ন করে দুই মাসের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।” উল্লিখিত তথ্যগুলোর সাথে প্রচারিত ভিডিওগুলোতে সংযুক্ত সংবাদ প্রতিবেদনে বলা তথ্যগুলোর হুবহু সাদৃশ্য পাওয়া যায় যা নিশ্চিত করে প্রচারিত দাবিতে সংযুক্ত সংবাদ প্রতিবেদনটি মূলত ২০১৯ সালে হাইকোর্টের দেওয়া একটি নির্দেশনার প্রেক্ষিতে প্রচার করা হয়েছিল।
তাছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সাম্প্রতিক সময়ে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে হাইকোর্ট থেকে এমন কোনো নির্দেশ দেওয়ার সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, সম্প্রতি দুই মাসের মধ্যে দেশের সব আদালতের এজলাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Independent Television – আদালতকক্ষে জাতির জনকের ছবি টাঙানোর নির্দেশ
- Boishakhi TV – সব আদালতে বঙ্গবন্ধুর ছবি টানানোর নির্দেশ | Portrait Of Bangabandhu | Latest News
- Prothom Alo – আদালতকক্ষে জাতির জনকের ছবি টাঙানোর নির্দেশ
- Jagonews24.com – সব আদালতের এজলাস কক্ষে বঙ্গবন্ধুর ছবি টানানোর নির্দেশ
- Rumor Scanner’s own analysis