২৮ আগস্ট রাতে ঢাকার রাস্তায় সেনাবাহিনীর লাঠিচার্জের দৃশ্য দাবিতে পুরোনো ভিডিও প্রচার

গত ২৮ আগস্ট, “ঢাকায় রাতে অসংখ্য সেনাবাহিনী মোতায়েন করেছে ইউনুছ সরকার।গভীর রাতে রাস্তায় রাস্তায় চলছে সেনাবাহিনীর ব‍্যপক লাঠিচার্জ।” দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গত ২৮ আগস্ট রাতের নয় এবং ওই দিন ঢাকায় জনতার ওপর সেনাবাহিনীর লাঠিচার্জের কোনো ঘটনা ঘটেনি। রাতে উচ্চশব্দে বাইক চালানোর অভিযোগে কতিপয় ব্যক্তিকে সেনাবাহিনীর মারধরের ভিডিও দাবিতে অন্তত গত জুন মাস থেকে ইন্টারনেটে ভিডিওটির অস্তিত্ব রয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স সার্চ করে “সাইফুল ইসলাম শেখ সুমন” নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০২৫ সালের ১২ জুন প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।  

Comparison: Rumor Scanner

উক্ত ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, এটি মধ্যরাতে উচ্চশব্দে বাইক চালানোর জন্য সেনাবাহিনীর লাঠিচার্জের ভিডিও।

সেসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত পোস্টেও  (,,) ভিডিওটি সম্পর্কে একই তথ্য জানা যায়। 

এছাড়া, একই তারিখে জনকণ্ঠের ফেসবুক পেজে “রাস্তায় মাতাল যুবকদের শাস্তি দিল সেনাবাহিনী!’’ ক্যাপশনে ভিডিওটি খুঁজে পাওয়া যায়। তবে গণমাধ্যমটিতে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

সুতরাং, অন্তত গত জুন মাস থেকে ইন্টারনেটে বিদ্যমান ভিডিওকে সাম্প্রতিক সময়ে রাজধানীতে সেনাবাহিনীর লাঠিচার্জের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img