সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা হিসেবে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের একটি নৌবহর গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। নৌযানগুলো ক্রমশই গাজার দিকে এগিয়ে চলেছে। এরই প্রেক্ষিতে নৌবহর নিয়ে গাজার নিকটে ৪৪ দেশের প্রতিনিধিরা দাবিতে সমুদ্রে নৌবহরের যাত্রার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবির গণমাধ্যমের সংবাদ দেখুন গ্লোবাল টিভি (ফেসবুক), বাংলাদেশ গার্ডিয়ান (ফেসবুক)।
উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে।
একই দাবির ইউটিউব ভিডিও দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত নৌবহরের ফুটেজটি সাম্প্রতিক সময়ের নয় বরং গত মে মাসে গ্যালাতাসারে সকার ক্লাব তার্কিশ সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়ার পর সমর্থকদের উদযাপনের দৃশ্যকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে টিকটকে batu kaya 21 নামের অ্যাকাউন্টে গত ২৬ মে প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল পাওয়া যায়। অথচ, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রা শুরুই হয়েছে এর তিন মাস পরে। তাই ভিডিওটি কোনোভাবেই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার হওয়া সম্ভব নয়। টিকটকের ভিডিওটির ক্যাপশনে keşfet, İstanbul, şampiyon Galatasaray এ জাতীয় শব্দদ্বয়ের হ্যাশট্যাগের ব্যবহার দেখা গেছে। এখানে şampiyon Galatasaray বলতে গ্যালাতাসারে নামের কোনো দলের চ্যাম্পিয়ন হওয়া বোঝাচ্ছে।

গ্যালাতাসারে একটি সকার ক্লাব। ক্লাবটি গত ১৮ মে তার্কিশ সুপার লিগে চ্যাম্পিয়ন হয়। ক্লাবটির এক্স অ্যাকাউন্টে ২৫ মে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বোট নিয়ে সমুদ্রে উদযাপন করছে সমর্থকরা।
বিবিসি বলছে, আলোচিত ভিডিওটি এই উদযাপনেরই দৃশ্য।
সুতরাং, নৌবহর নিয়ে গাজার নিকটে ৪৪ দেশের প্রতিনিধিরা দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- batu kaya 21: Tiktok Video