ঢাবি শিক্ষার্থীদের ওপর ছাত্রশিবিরের হামলার এই দাবিটি ভুয়া

গত ১লা সেপ্টেম্বর, “গুপ্ত সংগঠন শিবির ও তাদের ভাড়া করা বহিরাগত স’ন্ত্রাসীরা আজ বিকালে ঢাবির সাধারণ শিক্ষার্থীদের “জয় বাংলার লোক” ট্যাগ দিয়ে বেধড়ক পি’টিয়েছে! সাধারণ ছাত্রছাত্রীদের কাছে প্রশ্ন—এই কি তোমাদের নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত!?” দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক শিক্ষার্থীদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালের জুলাই মাসে কোটা আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ভিডিও । 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স সার্চ করে “ZM Mamun” নামক ফেসবুক পেজে  ২০২৪ সালের ১৫ জুলাই প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।  

Comparison: Rumor Scanner

উক্ত ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের সময়ের ছাত্রলীগের হামলার ভিডিও।

পরবর্তীতে, একই ঘটনার ভিন্ন আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুঁজে পাওয়া যায়।  

উল্লিখিত পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে ২০২৪ সালের ১৫ জুলাই  “ঢাবি ‘রণক্ষেত্র’: আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলায় দুই শতাধিক আহতের দাবি” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ১৫ জুলাই (সোমবার) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মাথায় হেলমেট পরে ও হাতে লাঠি নিয়ে একদল হামলাকারীকে আন্দোলনকারীদের ওপর চড়াও হতে দেখা যায়। আন্দোলনকারীদের দাবি অনুযায়ী, ছাত্রলীগের হামলায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ছাত্রলীগ ধাওয়া দেয় আন্দোলনকারীদের। পরে কোটা আন্দোলনকারীদের ভিসি চত্বর, নীলক্ষেত ও ফুলার রোড হয়ে শহীদ মিনারের দিকে পাঠিয়ে দেয় ছাত্রলীগের কর্মীরা। এরপর ছাত্রলীগ রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয়। 

সুতরাং, ২০২৪ সালের জুলাই মাসে ঢাবিতে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ভিডিওকে সাম্প্রতিক সময়ে ঢাবি শিক্ষার্থীদের ওপর শিবির ও তাদের ভাড়া করা বহিরাগত সন্ত্রাসীদের হামলার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img