কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সংঘাত ও সংঘর্ষের ঘটনাপ্রবাহের মধ্যে গতকাল (০২ আগস্ট) সিলেটে সংঘর্ষে শফিক আলী নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়। উক্ত ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনটি ছবি সম্বলিত একটি পোস্ট প্রচার করা হচ্ছে। দুইটি ছবিতে দেখা যায়, আহত এক কিশোরকে পুলিশ ধরে রেখেছে। অন্য এক ছবিতে এক ব্যক্তিকে বন্দুক তাক করে রাখতে দেখা যায়। দাবি করা হচ্ছে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক মাসুক আহমেদ কোটা আন্দোলনকারীদের উদ্দেশ্য করে গুলি চালান ও গুলিতে ঐ কিশোর আহত হয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ এর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও উক্ত দাবিতে ছবিগুলো প্রচার করতে দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সিলেটে চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রশিবির নেতা কর্তৃক গুলি করার ছবি নয় বরং এটি ২০২৩ সালে কক্সবাজারে সংঘর্ষে যুবলীগ নেতার গুলি করার ছবি।
অনুসন্ধানে গতকাল (২ আগস্ট) জাতীয় দৈনিক সমকাল পত্রিকার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে ব্যবহৃত ছবি ও প্রচারিত ছবিগুলোর প্রথম দুইটি ছবির সাথে দৃশ্যমান মিল পাওয়া যায়।

অর্থাৎ, ছবি দুইটি সম্প্রতি সিলেটে গুলিবিদ্ধ ছেলেটিরই।
পরবর্তীতে আলোচিত পোস্টগুলোতে প্রচারিত তৃতীয় ছবিটির বিষয়ে অনুসন্ধানে ২০২৩ সালের ১৬ আগস্ট ‘চকরিয়ায় যুবলীগ নেতার গুলি করার ছবি ও ভিডিও ভাইরাল’ শিরোনামে প্রকাশিত প্রথম আলো’র একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। একই ঘটনায় ২০২৩ সালের ১৭ আগস্ট প্রকাশিত মানবজমিনের একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। সংবাদগুলোতে সংযুক্ত ছবি ও প্রচারিত দাবির ছবিটির মিল পাওয়া যায়।

উক্ত সংবাদের বরাতে জানা যায়, ২০২৩ সালের ১৫ আগস্ট কক্সবাজারের চকরিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা ঘিরে জামায়াত ইসলামীর নেতা-কর্মী, পুলিশ ও একাধিক মুখোশধারী ব্যক্তির মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে ফোরকানুর রহমান নামে জামায়াতের এক কর্মী নিহত হন। উক্ত সংবাদগুলোতে সংযুক্ত ছবিটির বর্ণনা দেয়া হয়। মূলত ছবিতে প্রথম সারিতে হেলমেট পড়া ও অস্ত্র হাতে থাকা ব্যক্তি হলেন চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন। সংঘর্ষের সময় তাকে প্রকাশ্যে গুলি করতে দেখা যায়।
এছাড়া, প্রাসঙ্গিক অনুসন্ধানে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে সিলেটে কোটা আন্দোলনে ছাত্রশিবির নেতা কর্তৃক গুলির ফলে উক্ত শিশু আহত হওয়ার দাবির পক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
মূলত, চলমান কোটা সংস্কার আন্দোলনে গতকাল (০২ আগস্ট) সিলেটে আন্দোলনকারীদের লক্ষ্য করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক মাসুক আহমেদের গুলি চালানোর দৃশ্য দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সিলেটের কিংবা চলমান কোটা সংস্কার আন্দোলনের সময়কার নয়। ছবিটি ২০২৩ সালের ১৫ আগস্ট কক্সবাজারে জামায়াত ইসলামীর নেতা-কর্মী, পুলিশ ও কয়েক মুখোশধারী ব্যক্তির মধ্যে ত্রিমুখী সংঘর্ষের সময়কার। ছবির সামনের সারিতে অস্ত্র হাতে হেলমেটধারী ব্যক্তিটি হলেন চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন।
সুতরাং, কোটা সংস্কার আন্দোলনে সিলেটে ছাত্রশিবিরের নেতার গুলি করার দৃশ্য দাবিতে ২০২৩ সালের ভিন্ন ঘটনায় যুবলীগ নেতার গুলি করার একটি ছবি প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Samakal: মারা যায়নি সিলেটে গুলিবিদ্ধ শিশু
- Prothom Alo: চকরিয়ায় যুবলীগ নেতার গুলি করার ছবি ও ভিডিও ভাইরাল
- Manabzamin: অস্ত্র হাতে কে এই হেলমেটধারী?
- Rumor Scanner’s own analysis