হায়দারাবাদের ২০১২ সালের ছবিকে হরিয়ানার সাম্প্রতিক সংঘর্ষের ঘটনার দাবিতে প্রচার

সম্প্রতি একটি মাঠে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির একটি ছবিকে হরিয়ানার সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় গণ জমায়েতের ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত এই ছবিটি হরিয়ানার সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় গণ জমায়েতের ছবি নয় বরং এটি ২০১২ সালে পহেলা এপ্রিল ভারতের হায়দারাবাদের ভাগ্যনগরে অনুষ্ঠিত রামনবমীতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির সময়ে তোলা ছবি। 

অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Struggle for Hindu Existence এর ওয়েবসাইটে ২০১২ সালের ০১ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

Screenshot: Struggle for Hindu Existence

ছবিটিতে উল্লিখিত বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি ২০১২ সালে পহেলা এপ্রিল ভারতের হায়দরাবাদের ভাগ্যনগরে অনুষ্ঠিত রামনবমীতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির সময়ে তোলা ছবি। 

পরবর্তীতে আরো অনুসন্ধান করে ভারতীয় ওয়েবসাইট Bharata Bharati এ ২০১২ সালের ০৭ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনেও একই ছবি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Bharata Bharati

ছবিটির বিস্তারিত বিবরণী থেকেও আলোচিত ছবিটির বিষয়ে একই তথ্য জানা যায়।

অর্থাৎ, হরিয়ানার সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় গণজমায়েতের ছবি দাবিতে প্রচারিত এই ছবিটি ১১ বছরের বেশি সময় পূর্বের।

মূলত, গত ৩১ জুলাই ভারতের হরিয়ানায় একটি ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়। পরবর্তীতে একটি মাঠে গণ জমায়েতের একটি ছবিকে হরিয়ানার সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় গণ জমায়েতের ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত এই ছবিটি হরিয়ানার সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় গণ জমায়েতের ছবি নয় বরং এটি ১১ বছরের বেশি সময় পূর্বে অর্থাৎ ২০১২ সালের পহেলা এপ্রিল ভারতের হায়দারাবাদের ভাগ্যনগরে অনুষ্ঠিত রামনবমীতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির সময়ে তোলা ছবি।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই ভারতের হরিয়ানায় নূহ এলাকায় একটি ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একাধিক হতাহতের ঘটনা ঘটে। 

সুতরাং, ২০১২ সালে ভারতের হায়দারাবাদের রামনবমী অনুষ্ঠানের একটি ছবিকে হরিয়ানার সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় জণ জমায়েতের ছবি দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img