র‍্যাবের বন্দুক তাক করে রাখার এই দৃশ্যটি কোটা সংস্কার আন্দোলনের নয়

বাংলাদেশে চলমান সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর শেষে দেশে ফিরে ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এই বক্তব্যের প্রেক্ষিতে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং আন্দোলনের মাত্রা বেড়ে সংঘর্ষ ও সহিংসতায় রূপ নেয়। এর মধ্যে আন্দোলনকারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীসহ ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। এসময় বহু হতাহতের খবরও পাওয়া যায়।

এই প্রেক্ষাপটে বাংলাদেশের অন্যতম আইন শৃঙ্খলা বাহিনী র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি চালাচ্ছে দাবি করে একটি ছবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

গত ৩০ জুলাই ‘Abdur Rab Bhuttow’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে “টার্গেট করে শিক্ষার্থীদের ওপর গুলি চালাচ্ছে মার্কিন স্যাংশনপ্রাপ্ত র‌্যাব” শীর্ষক শিরোনামে উক্ত ছবিটি প্রচার করা হয়েছে। উক্ত পোস্টে এখন পর্যন্ত ৯০ হাজার ভিউ হয়েছে এবং পোস্টটিতে ৩ হাজার ভিন্ন অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, র‍্যাবের বন্দুক তাক করে রাখার প্রচারিত ছবিটি সাম্প্রতিক কোটা আন্দোলনের সাথে সম্পর্কিত নয় বরং অন্তত ২০১৯ সাল থেকেই ইন্টারনেটে ছবিটির অস্তিত্ব রয়েছে।

দাবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘Defense Technology of Bangladesh-DTB’ নামের একটি ফেসবুক পেজে ২০১৯ সালের ৩০ জুন “RAB snipers with Type-85/Dragonov sniper rifle” শীর্ষক শিরোনামে প্রকাশিত হুবহু একই ছবি খুঁজে পাওয়া যায়। 



Screenshot: Facebook.

দাবিকৃত ছবিটির স্থান-কাল-পাত্র সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য খুঁজে পায়নি রিউমর স্ক্যানার। তবে অন্তত ২০১৯ সাল থেকে এই ছবিটি ইন্টারনেটে পাওয়া যাচ্ছে, যার ফলে নিশ্চিত হওয়া যায় যে, ছবিটি সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সাথে সম্পর্কিত নয়।

মূলত, সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনকারী শিক্ষার্থীদের দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শিক্ষার্থীদের সরাসরি গুলি করার অভিযোগ উঠেছে। এরই প্রেক্ষিতে বাংলাদেশের অন্যতম আইন শৃঙ্খলা বাহিনী র‍্যাব টার্গেট করে শিক্ষার্থীদের ওপর গুলি চালাচ্ছে দাবিতে একটি ছবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দাবিকৃত ছবিটির অস্তিত্ব অন্তত ২০১৯ সাল থেকেই ইন্টারনেটে বিদ্যমান।

সুতরাং, অন্তত ২০১৯ সাল থেকে ইন্টারনেটে বিদ্যমান একটি ছবিকে কোটা সংস্কার আন্দোলনে র‍্যাব কর্তৃক শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img