সম্প্রতি “ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মনিপুর রাজ্যের দুই বিদ্রোহী নেতা” শীর্ষক শিরোনামে সাম্প্রতিক সময়ের সংবাদ মর্মে গত ৮ সেপ্টেম্বর তারিখের একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয়, বরং প্রায় ৫ বছর পুরোনো এবং সাম্প্রতিক সময়ে কোনো বিদ্রোহী নেতা নতুন করে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেননি।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ড পর্যবেক্ষণ করে “আঙ্গর টিভি” নামে একটি ফেসবুক পেজের নাম পাওয়া যায়। উক্ত পেজটি ভিজিট করলে এই ফটোকার্ডটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। হতে পারে ফটোকার্ডটি ডিলিট দেওয়া হয়েছে নয়তো উক্ত পেজের আদলে অন্য কেউ তৈরি করেছে৷
উক্ত ফটোকার্ডটিতে সংযুক্ত ছবিটি রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস এর ওয়েবসাইটে ২০১৯ সালের ৩০ অক্টোবর “Separatists Announce ‘Manipur Govt In Exile’ In UK, Unaware Of It Says ‘King of Manipur'” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটির সংযুক্তি পাওয়া যায়।
প্রতিবেদনটি পড়ে জানা যায়, ইয়ামবেন বিরেন ও নরেঙবাম সমরজিত নামে দুই ব্যক্তি যুক্তরাজ্যে থাকা অবস্থায় মণিপুরের সরকারের ঘোষণা দেন যেখানে বিরেন নিজেকে মনিপুর স্টেট কাউন্সিলের মুখ্যমন্ত্রী এবং সমরজিত নিজেকে পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা দেন। অর্থাৎ, আলোচিত ছবিটি ২০১৯ সালের।
এ বিষয়ে ২০১৯ সালের ৩ নভেম্বর তারিখে “Government orders freezing of accounts of Manipur rebels seeking freedom” শিরোনামে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসে আরেকটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায় যেখানে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার তথ্য প্রকাশ করা হয় এবং ঐ দুই বিদ্রোহী নেতার প্রচারিত ছবিটির অনুরূপ একটি ছবি পাওয়া যায়৷ ছবিটির বর্ণনায় তাদেরকে সমরজিত ও বিরেন এবং মণিপুরের স্বাধীনতা ঘোষণাকারী দাবি করা হয়৷ অর্থাৎ, এ থেকেও নিশ্চিত হওয়া যায় যে ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০১৯ সালের৷
বাংলাদেশি সংবাদমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে “Manipur announces separation from India” শিরোনামে ২০১৯ সালের ৩০ অক্টোবর তারিখের একটি সংবাদ পাওয়া যায় যেখানে উল্লেখ করা হয় সমরজিত ও বিরেন ভারত থেকে মণিপুরের স্বাধীনতা ঘোষণা করেছেন এবং স্বঘোষিত সরকার ঘোষণা করেছেন। উক্ত প্রতিবেদনেও হুবহু একই ছবি ব্যবহৃত হয়।
তাছাড়া, অধিকতর অনুসন্ধানে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় “Indian Manipur separatists announce exiled government in UK” শিরোনামে ২০১৯ সালের ২৯ অক্টোবর তারিখে প্রকাশিত উক্ত বিষয়ে সংবাদ প্রতিবেদন পড়েও এ বিষয়ে একই তথ্য জানা যায়৷
উক্ত ফটোকার্ডসহ প্রচারিত আলোচিত দাবিতে প্রচারিত কিছু পোস্টের ক্যাপশনে এই বিষয়ে কিছুটা বিস্তারিত উল্লেখ করতে দেখা যায়। সেখানে বলা হয়, “ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মনিপুর রাজ্যের দুই বিদ্রোহী নেতা। মঙ্গলবার (২৯ অক্টোবর) যুক্তরাজ্যে এ ঘোষণা দেয়ার পাশাপাশি তারা প্রবাসী সরকার গঠনের ঘোষণা দেন।” উল্লেখ্য যে, চলতি বছরে এখনও ২৯ অক্টোবর তারিখ আসেনি। অপরদিকে ২০১৯ সালের ২৯ অক্টোবর তারিখ মঙ্গলবার ছিল। তাছাড়া উক্ত ক্যাপশনে বিরেন নিজেকে মণিপুর স্টেট কাউন্সিলের মুখ্যমন্ত্রী ও সমরজিত পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ঘোষণার কথা উল্লেখ করা হয় যা ২০১৯ সালের সংবাদের অনুরূপ। তাই এটি থেকে নিশ্চিত যে সাম্প্রতিক সময়ে ২০১৯ সালের সংবাদটিই সাম্প্রতিক মর্মে প্রচারিত হচ্ছে।
উল্লেখ্য, মণিপুরের দুই জনগোষ্ঠীর বিবাদ ও সরকারের প্রতি অনেকের প্রতিবাদের বিষয় হরহামেশাই গণমাধ্যমে প্রচার হয়৷ এমতাবস্থায় সাম্প্রতিক সময়ে নতুন করে আর কোনো বিদ্রোহী স্বাধীনতা ঘোষণা করলে সেটাও সামনে আসতো কিন্তু সাম্প্রতিক সময়ে বিশেষত গত কয়েকদিনে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে এরকম কোনো সংবাদ পাওয়া যায়নি।
সুতরাং, সাম্প্রতিক সময়ে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মণিপুর রাজ্যের দুই বিদ্রোহী নেতা মর্মে প্রচারিত দাবিটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- India Times – Separatists Announce ‘Manipur Govt In Exile’ In UK, Unaware Of It Says ‘King of Manipur’
- Hindustan Times – Government orders freezing of accounts of Manipur rebels seeking freedom
- The Business Standard – Manipur announces separation from India
- Al Jazeera – Indian Manipur separatists announce exiled government in UK
- Rumor Scanner’s own analysis