অপহরণের টাকার জন্য শিশুকে বিএনপি নেতার হত্যার দাবিটি ভুয়া

সম্প্রতি, “অপহরণের পরে টাকা না দেওয়ায়, শিশুর লাশ পাওয়া গেলো বিএনপির নেতার বাড়িতে চালের ড্রামের ভিতরে।” দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চালের ড্রাম থেকে শিশুর লাশ উদ্ধারের ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় এবং ভিডিওর ঘটনার সাথে বিএনপি নেতার সম্পৃক্ততা পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, এটি ২০২২ সালে যশোরে প্রতিবেশীর ঘরের চালের ড্রামে পাওয়া শিশুর লাশের ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স সার্চ করে “আমাদের তুলপাই” নামক ফেসবুক অ্যাকাউন্টে ২০২২ সালের ২ অক্টোবর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। 

Comparison: Rumor Scanner

উক্ত ভিডিওর ক্যাপশনে বলা হয়, যশোর সদর উপজেলার পতেঙ্গালী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক প্রতিবেশী ৪ বছরের কন্যাসন্তানকে’ হাত-পা বেঁধে হত্যা করে চালের ড্রামে রেখে দিয়েছে। প্রতিবেশীর চাল রাখা ড্রাম থেকে নিখোঁজ শিশুর হাত পা বাঁধা লাশ উদ্ধার করে ডিবি পুলিশ।

উল্লিখিত সূত্র থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে ২০২২ সালের ২ অক্টোবর “প্রতিবেশী নারীর ঘরের চালের ড্রাম থেকে শিশুর লাশ উদ্ধার” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালে যশোর সদর উপজেলার পতেঙ্গালী গ্রামে বাক্প্রতিবন্ধী শিশুকে ‘পাগল’ বলে ডাকায় সানজিদা জান্নাত নামের চার বছর বয়সের শিশুকে ক্ষুব্ধ হয়ে প্রতিবন্ধী শিশুটির মা আঞ্জুয়ারা বেগম (৪০) খুন করে। পরে আঞ্জুয়ারার ঘরের চালের ড্রাম থেকে সানজিদার লাশ উদ্ধার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সেসময় এবিষয়ে অন্যান্য গণমাধ্যমগুলোও সংবাদ (,) প্রকাশ করে। 

গণমাধ্যমগুলোর প্রতিবেদনে আলোচিত ঘটনায় কোনো বিএনপি নেতার সম্পৃক্ত থাকার তথ্য উল্লেখ করা হয়নি।

সুতরাং, ২০২২ সালে যশোরে প্রতিবেশীর ঘরের চালের ড্রামে পাওয়া শিশুর লাশের ভিডিওকে সাম্প্রতিক সময়ে অপহরণের পর টাকা না দেওয়ায় বিএনপি নেতার বাড়ির চালের ড্রাম থেকে শিশুর লাশ উদ্ধার  দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img