ভারতের বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের পুরোনো ছবিকে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতের ছবি দাবিতে প্রচার

গত ৬ মে পাকিস্তানশাসিত কাশ্মীরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভারত দাবি করে, ‘অপারেশন সিঁদুর’ নামে এক অভিযানে তারা জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তইয়েবার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায়। পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এই ঘটনার প্রেক্ষিতে, পাকিস্তান কর্তৃক ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার দৃশ্য দাবিতে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে গণমাধ্যমের ফেসবুক পোস্ট দেখুন: সময় টিভি (ফেসবুক), কালবেলা, একুশে টিভি, ইত্তেফাক, ঢাকা টুডে (ফেসবুক), মাছরাঙা টিভি (ইউটিউব), এটিএন নিউজ (ইউটিউব), ইনকিলাব, যুগান্তর (ইউটিউব), এখন টিভি, যায়যায়দিন, জনকণ্ঠ, রূপালী বাংলাদেশ, আপন দেশ, গ্রামের কাগজ, প্রাইম নিউজ, পদ্মা টাইমস

একই দাবিতে যমুনা টিভি, বাংলাভিশন, ঢাকা টাইমস এবং রেডিও টুডে নিউজ ছবিটি প্রচার করে তা পরবর্তীতে সরিয়ে নেয়। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে, প্রচারিত ছবিটি গত রাতের নয় বরং  ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের রাজস্থানে দেশটির বিমানবাহিনীর মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্তের ছবি এটি।

এই বিষয়ে অনুসন্ধানে, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এর ওয়েবসাইটে ২০২৪ সালের ০২ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে একই ছবির দেখা মেলে। প্রতিবেদন থেকে জানা যায়, প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রশিক্ষণের সময় ভারতের বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিমানটি বিধ্বস্ত হলেও এটির পাইলট নিরাপদ ছিলেন। 

Comparison: Rumor Scanner

ভারতীয় বিমানবাহিনীর এক্স পোস্ট এবং দেশটির অন্যান্য গণমাধ্যমের বরাতেও একই তথ্য জানা যায়। 

সুতরাং, ২০২৪ সালে ভারতে দেশটির বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ছবিকে গত রাতের পাক-ভারত সংঘাত দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img