সম্প্রতি, “এসপি হারুনের কান্না!! দেওয়া হয়েছে মিথ্যা অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বেঁচে গেলো চাকরি” শীর্ষক শিরোনামের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এসপি হারুনের চাকরি থেকে প্রত্যাহারের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০১৯ সালের ঘটনাটি সাম্প্রতিক সময়ের ঘটনা দাবিতে প্রচারিত হচ্ছে।
ভিডিওতে যা আছে
আলোচিত ভিডিওটিতে দেখা যায়, সাংবাদিকদের সঙ্গে একটি প্রেস কনফারেন্সে এসপি হারুন নারায়নগঞ্জে তার দায়িত্বপালন নিয়ে বিভিন্ন কথা বলছেন। এছাড়াও, নারায়নগঞ্জ থেকে তার বদলি হওয়ার তথ্যও ভিডিওতে এসপি হারুনকে দিতে দেখা যায়।
একসময় ভিডিওতে দেখা যায়, বদলি হওয়ার খবর ছেলেকে বলার বিষয়টি বর্ননা করার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
অনুসন্ধানে যা জানা যায়
কি ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম প্রথম আলোর অনলাইন সংস্করণে ২০১৯ সালের ১২ নভেম্বর “এসপি হারুনকে নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়,
“পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের ছেলে শওকত আজিজের স্ত্রী ও পুত্রকে রাজধানীর গুলশান থেকে নারায়ণগঞ্জে তুলে নিয়ে যাওয়ার দুই দিনের মাথায় পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদকে বদলি করা হলো।”

অর্থাৎ, নারায়নগঞ্জ থেকে বদলি হওয়ার যে ভিডিওটি সাম্প্রতিক সময়ে প্রচারিত হচ্ছে সেটি ২০১৯ সালের।
পরবর্তীতে মূলধারার গণমাধ্যম The Business Standard এ ২০২২ সালের ১৩ জুলাই “Harun Or Rashid promoted to DB chief” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়,
“According to the order, Harun Or Rashid has been promoted to the post of additional commissioner of police (DB) from joint commissioner of the cyber and special crimes department (DB).”

অর্থাৎ, ডিবি পুলিশের বিবৃতি অনুযায়ী, হারুন অর রশিদকে যুগ্ম কমিশনারের পদ থেকে অতিরিক্ত পুলিশ কমিশনারে পদায়ন করা হয়েছে।
মূলত, ২০১৯ সালে নারায়নগঞ্জে দায়িত্বপালন করেন এসপি হারুন। ১১ মাস দায়িত্বপালনের পর নারায়নগঞ্জ থেকে বদলি করে পুলিশ সদর দপ্তরের (ট্রেনিং রিজার্ভ) হিসেবে সংযুক্ত করা হয়। বদলির সময় সাংবাদিকদের সাথে একটি প্রেস কনফারেন্সে কান্নায় ভেঙে পড়েন তিনি। পরবর্তীতে ২০২২ সালের ১৩ জুলাই ডিবি প্রধান হিসেবে তার পদোন্নতি ঘটে এবং বর্তমানে উক্ত পদে উনি বলবৎ আছেন। তবে ২০১৯ সালের নারায়নগঞ্জ থেকে বদলি হওয়ার সময়ের একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে আবারো প্রচার করা হচ্ছে।
সুতরাং, এসপি হারুনকে বদলি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে চাকরি বেঁচে যাওয়ার সাম্প্রতিক ঘটনা দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- প্রথম আলো : এসপি হারুনকে নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার
- The Business Standard : Harun Or Rashid promoted to DB chief